ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • আপনাদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই আমার রাজনীতির উদ্দেশ্য: হেলাল স্কুলে ভর্তির আবেদন শুরু কাল, জেনে নিন নতুন নিয়ম ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট অধ্যাদেশ: আইন উপদেষ্টা ভারত থেকে শেখ হাসিনা-কামালকে ফেরাতে হেগের আদালতে যাবে সরকার গৌরনদীতে যাত্রীসহ খাদে বাস, আহত ১৩ নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার : প্রধান উপদেষ্টা ২১০০ সালের মধ্যে তাপমাত্রা বাড়তে পারে সাড়ে ৪ ডিগ্রি সেলসিয়াস দুদকের মামলায় ইসলামি ব্যাংকের সাবেক চেয়ারম্যান কারাগারে গ্রহণযোগ্য নির্বাচনের নিশ্চয়তা চায় দলগুলো, বাস্তব পদক্ষেপ নেওয়ার দাবি
  • মোদিকে পাশে চাইলেন ইউক্রেন প্রেসিডেন্ট

    মোদিকে পাশে চাইলেন ইউক্রেন প্রেসিডেন্ট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি নিজ দেশের ওপর চলমান রুশ আগ্রাসন রুখে দিতে মোদির সহায়তা চেয়েছেন। ফোনালাপে জেলেনস্কি অনুরোধ জানিয়ে বলেন, ইউক্রেন দখলের উদ্দেশে ঝাঁপিয়ে পড়েছে রাশিয়ার লক্ষাধিক সৈন্য। এ অবস্থায় ইউক্রেনের পাশে দাঁড়াক ভারত।

    মোদির সঙ্গে ফোনে কথা বলার পর টুইট করেছেন জেলেনস্কি। সেখানে তিনি লিখেছেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বললাম। তাকে রুশ আগ্রাসনের ব্যাপারে অবগত করলাম। এক লাখের বেশি হানাদার ঢুকে পড়েছে আমাদের ভূমিতে। তারা শহরের ঘরবাড়ি লক্ষ্য করে গুলি চালাচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাজনৈতিক সমর্থন দেওয়ার জন্য তাকে অনুরোধ জানিয়েছি। বলেছি, সবাই মিলে আগ্রাসন রুখে দিতে হবে।’

    ইউক্রেনের রাষ্ট্রপতির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর ফোনালাপকে বেশ তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। আগেই ভারতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত মোদির কাছে আবেদন করেছিলেন যে ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। তিনি সংকট নিরসনে মধ্যস্থতা করতে পারেন। এরপর পুতিনের সঙ্গে কথা হলো মোদির।

    শনিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কার্যত মস্কোর পাশেই দাঁড়ায় নয়াদিল্লি। রাশিয়ার বিরুদ্ধে প্রস্তাব আনে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার সহযোগী দেশগুলো। ওই প্রস্তাবে ইউক্রেনে হামলার নিন্দা এবং অবিলম্বে রুশ সৈন্য প্রত্যাহারের দাবি করা হয়। ভোটাভুটিতে অংশ নেয়নি ভারত। এছাড়া চীন ও সংযুক্ত আরব আমিরাত ভোট দেওয়া থেকে বিরত থেকেছে। ওই প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১১টি। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া ভেটো দেওয়ায় প্রস্তাবটি পাস হয়নি। জাতিসংঘে ভারতের এমন অবস্থান জেনে ইউক্রেনের পাশে থাকার আবেদন জানালেন জেলেনস্কি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ