ঢাকা বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

Motobad news

ঘোড়াশাল পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের পরিচিতি সভা

ঘোড়াশাল পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের পরিচিতি সভা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নরসিংদীর পলাশে ঘোড়াশাল পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের পরিচিতি সভা ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার দুপুরে পৌর অডিটরিয়াম মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশের এমপি ডা: আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ কামরুল আশরাফ খাঁন পোটন এবং সাংসদের ভাই ইত্তেখার আহাম্মদ খাঁন লিটন।

এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলাপরিষদের চেয়াম্যান মতিন ভুইঁয়া,জেলা  আ:লীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক পীরজাদা কাজী মো: আলি, শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ, সাধারন সম্পাদক শামসুল আলম ভুইঁয়া রাখিলসহ স্থানীয় আ : লীগ নেতৃবৃন্দ।

নবনির্বাচিত পৌর মেয়র আল্ মুজাহিদ তুষার তাঁর সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য পৌরসভা পরিচালনায় সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। দোয়া মাহফিল শেষে উপস্থিত মেহমান ও অতিথিদের মাঝে দুপুরের খাবার পরিবেশন করা হয়।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন