ঢাকা বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

Motobad news

চাঁপাইনবাবগঞ্জে জনতার মুখোমুখি নির্বাচিত জন প্রতিনিধিরা

 চাঁপাইনবাবগঞ্জে জনতার মুখোমুখি নির্বাচিত জন প্রতিনিধিরা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১নং বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের  নির্বাচিত জন প্রতিনিধিদের মুখোমুখি হয়েছে সাধারণ জনগণ। এ সময় জনতা তাদের চাহিদার কথা বললে পুরণ করার আশ্বাস দেয় জনপ্রতিনিধিরা।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে শিমুলতলা সরকারী প্রাথমিক বিদ্যায়লের মাঠে  ৮ নং ওয়ার্ডের মেম্বার মেহেদী হাসানের সভাপতিত্বে পরিকল্পনা  সভা অনুষ্ঠিত হয়।

এ সময় রাস্তা নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থা, বিভিন্ন ভাতা নেয়ার ভোগান্তিসহ নানান রকমের কথা বলেছে জনতা। তাদের বক্তব্য শোনার পর বালিয়াডাঙ্গার চেয়ারম্যান আতাউল হক কমল তার বক্তব্যে বলেন, আপনারা দালাল ধরে কোন ভাতা পাবেন না। আপনারা যখন আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তখন আমাদের কাছে আপনারা ইউনিয়নের পরিবর্তন আশা করেছেন। আশা করি আমরা নতুন কিছু করে দেখাবো।

গত দশ বছরে ইউনিয়নের আদালতে কোন বিচার কাজ সম্পন্ন হয় না , এই সপ্তাহ থেকেই আমাদের ইউনিয়নের ছোটখাটো বিচার কাজ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান ডলার, ৭নং ওয়ার্ডের মেম্বার এনামুল হক, ৯ নং ওয়ার্ডের মেম্বার গোলাম মোস্তফা, সংরক্ষিত মহিলা মেম্বার মোনয়ারা বেগম, সাংবাদিক ফারুক হোসেন সহ  প্রমুখ।
সভায় সঞ্চলনা করেন আজিজুল ইসলাম দিপু।


ফেরদৌস সিহানুক শান্ত/ চাঁপাইনবাবগঞ্জ


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন