মোংলা পোর্ট পৌর পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

মোংলা পৌরসভায় কাউন্সিলর ও পৌর কর্তৃপক্ষের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় পৌরসভা মিলনায়তনে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র ও পৌর আ'লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান।
এ সময় পৌরসভার নবাগত প্রধান নির্বাহি কর্মকর্তা কমলেশ মজুমদার, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তাগন পৌরসভার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এ সময় পৌর মেয়র দ্রুত সমস্যা সমাধান করার নির্দেশ দেন।
এইচকেআর