সুন্দরগঞ্জে স্বাধীনতার সুর্বণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা

মহান স্বাধীনতার সুর্বণ জয়ন্তী উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর কার্যালয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পৌর কার্যালয়ে পৌর মেয়র আব্দুর রশিদ সরকার ডাবলু’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, পৌর সভার প্যানেল মেয়র ছামিউল ইসলাম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুবিয়া বেগম, রত্না রানী, মনোয়ারা বেগম, কাউন্সিলর মাজেদুর রহমান প্রামানিক রুনু, জামিউল ইসলাম, মাহবুবুর রহমান, মশিউর রহমান বিপ্লব, লাবলু মিয়া, শাহীন মিয়া, হাবিবুর রহমান, দীপক কুমার সরকার প্রমূখ।
এসময় পৌর সভার সকল কর্মকর্তা ও কর্মচারীসহ স্থানীয় সুধিজন উপস্থিত ছিলেন। পৌর মেয়র আব্দুর রশিদ সরকার ডাবলুর বলেন, স্বাধীনতা দিবস এই মাসে বাঙালি জাতির সংগ্রামমুখর জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন। ১৯৭১ সালের এই মাসে বাঙালির অবিসংবাদিত নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
তিনি আরও জানান, পৌর সভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে কাউন্সিলরদের উপস্থিতে পৃথক পৃথকভাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এইচকেআর