ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

ফেব্রুয়ারিতে দুর্ঘটনায় প্রাণ গেছে ১০৭৮ জনের

 ফেব্রুয়ারিতে দুর্ঘটনায় প্রাণ গেছে ১০৭৮ জনের
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ৫ হাজার ৩৫৪টি দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ৪ হাজার ৩৩৩ জন এবং মারা গেছেন ১০৭৮ জন। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেলে। এতে আহত হয়েছেন ১৭৫২ জন এবং নিহত হয়েছেন ২১৬ জন।

মঙ্গলবার (১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ‘সেভ দ্য রোড’। দেশের জাতীয় দৈনিক, সংবাদ সংস্থা ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত তথ্যের পাশাপাশি সংগঠনের স্বেচ্ছাসেবীদের তথ্যানুসারে এ তথ্য প্রকাশ করা হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি বছর দুই ঈদ ও বছরের শুরু এবং শেষে ‘সেভ দ্য রোড’ সড়ক দুর্ঘটনার যে তথ্য গত ১৪ বছর ধরে দিয়ে আসছিল, তার চেয়ে একটু এগিয়ে ২০২২ সালে এসে প্রতি মাসের সড়ক দুর্ঘটনার তথ্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারই ধারাবাহিকতায় এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনা পরিস্থিতির কারণে ‘সেভ দ্য রোডে’র তথ্য অনুযায়ী ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের ১ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত সড়কপথে সবচেয়ে বেশি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনা। মোটরসাইকেল চালানোর সময় নিয়ম না মানা এবং হেলমেট ব্যবহারে অনীহার কারণে ২১৫১টি দুর্ঘটনায় আহত হয়েছেন ১৭৫২ এবং নিহত হয়েছেন ২১৬ জন। অসাবধানতা ও ঘুমন্ত চোখে-ক্লান্তিসহ দ্রুত চালানোর কারণে ৬০২টি ট্রাক দুর্ঘটনায় আহত হয়েছেন ৩৮৫ এবং নিহত হয়েছেন ৬৫ জন। ১৩৭৭টি বাস দুর্ঘটনায় আহত হয়েছেন ১২৯০ এবং নিহত হয়েছেন ৩৪৬ জন। পাড়া-মহল্লা-মহাসড়কে অসাবধানতার সঙ্গে চলাচলের কারণে লরি-পিকআপ-নসিমন-করিমন-ব্যাটারি চালিত রিকশা-সাইকেল ও সিএনজি দুর্ঘটনা ঘটেছে ১২২৪টি আহত হয়েছেন ৯০৫ জন এবং ৪৫১ জন নিহত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে জড়িতদের বিচার নিয়ে বলা হয়, দুর্ঘটনার সঙ্গে জড়িতদের বিচার বাস্তবায়ন দ্রুত করলে চালক-সহকারীসহ সবাই সতর্ক থাকবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন