ইউক্রেন যুদ্ধের গুরুত্ব পড়ানো হবে রাশিয়ার শিশুদের

ইউক্রেনে সেনা অভিযান কেনো দরকারী ছিলো, এবার সে বিষয়ে পড়ানো হবে রাশিয়ার স্কুলে। রুশ শিক্ষা মন্ত্রণালয় এক ঘোষণায় এমনটাই জানিয়েছে। স্কুল শিশুদের ভার্চুয়াল মাধ্যমে এ বিষয়ে পাঠ দেয়া হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়টি।
বৃহস্পতিবার মস্কো সময় দুপুর ১২টায় টেলিভিশনে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। বলা হয়, ‘এই অঞ্চলে ন্যাটোর উপস্থিতি রাশিয়ার জন্য কতোটা ঝুঁকি তৈরি করবে দর্শক আপনাদের সে বিষয়ে ভাবতে হবে। কেনো রাশিয়া দোনেৎস্ক ও লুহানস্কের মানুষের সুরক্ষার দায়িত্ব নিয়েছে সে বিষয়ে আপনাদের জানতে হবে।’
শিক্ষা মন্ত্রণালয় এক ফেসবুক বিবৃতিতে জানিয়েছে, শিশুদের আরও জানতে হবে কী করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইনে ছড়িয়ে ভিডিও ও ছবির মধ্যে সত্য আর মিথ্যাটা বাছাই করে নিতে হয়।
এমইউআর