চলন্ত প্রাইভেটকারে আগুন


রাজধানীর হাতিরঝিলে একটি চলন্ত প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভি ডিফেন্সের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (৩ মার্চ) সন্ধ্যা পৌনে ৮টার দিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজধানীর হাতিরঝিলে বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে একটি চলন্ত প্রাইভেটকারে আগুন লাগে পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও গাড়িতে থাকা ব্যক্তিদের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এইচকেআর
