ঢাকা বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

Motobad news

যুবলীগ নেতার দখলে আ’লীগ নেতার চিংড়ি ঘের

যুবলীগ নেতার দখলে আ’লীগ নেতার চিংড়ি ঘের
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মোংলায় দীর্ঘ ছয় বছর ধরে আ’লীগ নেতার একটি চিংড়ি ঘের দখল করে রাখার অভিযোগ উঠেছে যুবলীগ নেতার বিরুদ্ধে। উপজেলার সোনাইলতলা ইউনিয়নে উলুবুনিয়া গ্রামে ১৮ একর ২০ শতক চিংড়ি ঘেরটি দখলের এঘটনায় কয়েক দফা শালিশ বৈঠক হলেও সূরাহ হয়নি। দোদান্ড প্রতাপশালী মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি তারিকুল শেখ এই শালিশ বৈঠক না মেনে চিংড়ি ঘেরটি জবর দখলে রাখেন। এনিয়ে যেকোন মূহুর্তে রক্ষক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন স্থানীয়রা।

স্থানীয় আ’লীগ নেতা ও পুলিশ প্রশাসনের শালিশ বৈঠকের সিদ্ধান্ত ও বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে ভুক্তভোগী বাগেরহাটের রামপাল উপজেলা আ’লীগের কৃষি সমবায় বিষয়ক সম্পাদক শেখ আব্দুল মান্নানের দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, গত ২০১৪ সালের ২৫ মে এবং ২০ আগষ্ট সোনাইলতলা ইউনিয়নের উলুবুনিয়া মৌজায় উলুবুনিয়া গ্রামে দলিল মূল্য জমি ক্রয় করে শেখ আব্দুল মান্নান। এর সাথে আরও কিছু জমি লিজ (বর্গা) মূল্য ক্রয় করে মোট ৪২ বিঘার জমিতে সোনাইলতলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি তারিকুল শেখের সঙ্গে ভাগাভাগি করে চিংঘি ঘেরে মাছ চাষ শুরু করেন। কিন্তু কৌশলে ২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত শেখ আব্দুল মান্নানের ১৮ একর ২০ শতক (২২ বিঘা) জমি জবর দখল নিয়ে চিংড়ি চাষ করতে থাকেন যুবলীগ নেতা তারিকুল।

এনিয়ে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও বাগেরহাটের পুলিশ সুপার  কার্যালয়ে অভিযোগ দিলে, এনিয়ে স্থানীয় প্রশাসন ও আ’লীগ নেতারা বিরোধপূর্ণ এই ঘেরের শালিশ বৈঠক করেন। এতে ভুক্তভোগী শেখ আব্দুল মান্নান এবং প্রতিপক্ষ তারিকুল উপস্থিত হলেও রায়ের দিন না এসে উলুবুনিয়া গ্রামের মৃত শাকেম আলী শেখের পুত্র ও যুবলীগ নেতা তারিকুল শেখ ঘেরটি জবর দখল করে মাছ চাষ করে আসছেন।

জানতে চাইলে এবিষয়ে তারিকুলের ভাষ্য, “পুলিশ প্রশাসন ও আ’লীগ নেতাদের শালিস আমি মানিনা। মান্নান সাহেবের যদি ওই চিংড়ি ঘেরে জমি থাকে তাহলে সে ঘিরে নিক”

বিরোধপূর্ণ এই চিংড়ি ঘেরের শালিসকারী মোংলা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন বলেন, তিনবার শালিস বৈঠক করে তারা ওই চিংড়ি ঘেরে শেখ আব্দুল মান্নানের ১৮ একর ২০ শতক জমির মালিকানা রয়েছে বলে জানতে পারেন। কিন্তু এই শালিসির সিদ্ধান্ত তারিকুল মানেনি।

এবিষয়ে মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, চিংড়ি ঘের  জবর দখল নিয়ে তারিকুলকে অনেকবার ডেকেছি কিন্তু সে আসেনি। তবে এখন ভুক্তভোগী আদলতে মামলা করতে পারেন বলেও জানান তিনি।

 

 

আলী আজীম/ মোংলা


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন