রাজধানীর ফুলবাড়িয়া সিটি প্লাজায় আগুন


রাজধানীর ফুলবাড়িয়া সিটি প্লাজার তৃতীয় তলায় আগুন লেগেছে। রোববার সকাল সাড়ে ৮টার দিকে আগুনের খবর পেয়ে নিয়ন্ত্রণে যায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগুনের খবরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের তিনটি ইউনিটকে আগুন নিয়ন্ত্রণে পাঠানো হয়। মাত্র ৯ মিনিটে তিন ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
এসএম
