ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • আপনাদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই আমার রাজনীতির উদ্দেশ্য: হেলাল স্কুলে ভর্তির আবেদন শুরু কাল, জেনে নিন নতুন নিয়ম ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট অধ্যাদেশ: আইন উপদেষ্টা ভারত থেকে শেখ হাসিনা-কামালকে ফেরাতে হেগের আদালতে যাবে সরকার গৌরনদীতে যাত্রীসহ খাদে বাস, আহত ১৩ নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার : প্রধান উপদেষ্টা ২১০০ সালের মধ্যে তাপমাত্রা বাড়তে পারে সাড়ে ৪ ডিগ্রি সেলসিয়াস দুদকের মামলায় ইসলামি ব্যাংকের সাবেক চেয়ারম্যান কারাগারে গ্রহণযোগ্য নির্বাচনের নিশ্চয়তা চায় দলগুলো, বাস্তব পদক্ষেপ নেওয়ার দাবি
  • টিকা নেওয়া থাকলে সৌদিতে কোয়ারেন্টাইনে ছাড়, লাগবে না করোনা টেস্ট

    টিকা নেওয়া থাকলে সৌদিতে কোয়ারেন্টাইনে ছাড়, লাগবে না করোনা টেস্ট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেওয়া থাকলে সৌদি আরবে যাওয়া যাত্রীদের আর কোয়ারেন্টাইন করতে হবে না। একইসঙ্গে সামাজিক দূরত্ববিধিসহ করোনার সংক্রমণ প্রতিরোধে ইতোপূর্বে আরোপিত বিধিনিষেধের বেশিরভাগই উঠিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি।

    রোববার (৬ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। সৌদির নতুন এই সিদ্ধান্তের ফলে মধ্যপ্রচ্যের এই দেশটিতে ধর্মপ্রাণ মুসলিমদের আগমনকে আরও সহজতর করবে।

    প্রতিবেদনে বার্তাসংস্থাটি জানিয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ইতোপূর্বে আরোপিত বিধিনিষেধের বেশিরভাগই উঠিয়ে নেওয়ার বিষয়ে শনিবার (৫ মার্চ) ঘোষণা দেয় সৌদি আরব।

    সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সরকারের নতুন এই সিদ্ধান্তের মধ্যে মসজিদসহ ‘সকল উন্মুক্ত এবং আবদ্ধ স্থানে সামাজিক দূরত্ববিধি’ মেনে চলার নির্দেশ বাতিল করা হয়েছে।

    এছাড়া নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, কেবল আবদ্ধ স্থানেই মাস্ক পরতে হবে, উন্মুক্ত স্থানে নয়। শনিবার থেকেই সৌদি আরবের এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

    সৌদি প্রেস এজেন্সি আরও জানিয়েছে, নতুন এই সিদ্ধান্তের ফলে যাত্রীদের সৌদি আরবের উদ্দেশে যাত্রা করার আগে টিকা নেওয়া যাত্রীদের নেগেটিভ আরটিপিসিআর টেস্ট বা অ্যান্টিজেন টেস্ট করতে হবে না। এছাড়া সৌদিতে পৌঁছানোর পর তাদেরকে কোয়ারেন্টাইনও করতে হবে না।

    এএফপি বলছে, করোনাভাইরাস মহামারির কারণে সৌদি আরবে মুসলিম তীর্থযাত্রীদের আগমন ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। মূলত, ইবাদতের উদ্দেশে সারা বিশ্ব থেকে মুসল্লিরা মধ্যপ্রাচ্যের এই দেশটিতে ভ্রমণ করার ফলে সৌদি ব্যাপত অর্থ উপার্জন করে থাকে, যা বছরে প্রায় ১ হাজার ২০০ কোটি মার্কিন ডলার।

    করোনা মহামারির শুরু থেকে সৌদি আরবে ৭ লাখ ৪৬ হাজারেরও বেশি মানুষ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৩ কোটি ৪০ লাখ জনসংখ্যার এই দেশটিতে এখন পর্যন্ত কোভিডে মারা গেছেন ৯ হাজার মানুষ।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ