ঢাকা বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

Motobad news

ভিমরুলের কামড়ে গৃহবধূর মৃত্যু

ভিমরুলের কামড়ে গৃহবধূর মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

জয়পুরহাট সদর উপজেলার বিল্লাহ পশ্চিম পাড়া গ্রামে ভিমরুলের কামড়ে হালিমা বেগম (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার ভোরে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত হালিমা বেগম জয়পুরহাট সদর উপজেলার বিল্লাহ পশ্চিম পাড়া গ্রামে আব্দুল কুদ্দুসের স্ত্রী। আহতরা  হলেন- সোলায়মান (৭৫), তার ছেলে আবুল হোসেন (৬০), আব্দুল সবুর (৫২), সবুরের স্ত্রী শামীমা (৪৫) ও মেয়ে সুমাইয়া (২২)। 
ওসি আলমগীর জাহান বলেন, নিহত হালিমা বেগমসহ তার স্বজনরা বাড়ির পাশে বসে ছিলেন। এসময় পাশে আম গাছে থাকা কয়েকটি ভিমরুল তাদের কামড় দেয়। এতে ৬ জন আহত হন। ওসি আরও জানান, পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন। রবিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় হালিমা বেগমের মৃত্যু হয়।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন