যুদ্ধের ময়দান বিয়ে করলেন ইউক্রেনের সেনা যুগল

যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন! হিটলারের এমন বক্তব্যের সাথে সভ্য বিশ্বের কেউ আর একমত হতে চাইবেন না নিশ্চয়ই। তবুও জীবনে যুদ্ধ আসে, পরিচিত সবকিছু বদলে যায়। ধ্বংসস্তুপে চাপা পড়ে অনেক কিছু। অনেক পরিকল্পা পায় না পরিণতি। তবে তার মাঝেও কেউ আছেন ব্যতিক্রম, যুদ্ধে হাতিয়ার হাতেই জীবনকে সাজিয়ে নেন নিজেদের মতো করে।
তেমন এক মনোমুগ্ধকর ঘটনাই ঘটেছে ইউক্রেনের রাজধানী কিয়েভে। রুশ সেনাদের আগ্রাসনের মধ্যেই সামরিক পোশাকে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন লেসিয়া-ভালেরি যুগল।
সেনা বাহিনীতে কাজ করা এই যুগলদের বিয়েতে উপস্থিত ছিলেন কিয়েভের মেয়র। তিনি বলেন, ‘তারা অনেকদিন ধরেই একসাথে আছেন, এবার বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।’
এমনভাবে বিয়ের পিঁড়িতে বসতে পেরে লেসিয়া-ভালেরি দম্পত্তি বেশ আনন্দিত। লেসিয়া বলেন, ‘এই যুদ্ধের মধ্যে বেঁচে আছি আমরা তাতেই খুশি। নতুন দিনের শুরু। আমার স্বামীও আমার সাথে আছে।’
এমইউআর