ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • আপনাদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই আমার রাজনীতির উদ্দেশ্য: হেলাল স্কুলে ভর্তির আবেদন শুরু কাল, জেনে নিন নতুন নিয়ম ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট অধ্যাদেশ: আইন উপদেষ্টা ভারত থেকে শেখ হাসিনা-কামালকে ফেরাতে হেগের আদালতে যাবে সরকার গৌরনদীতে যাত্রীসহ খাদে বাস, আহত ১৩ নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার : প্রধান উপদেষ্টা ২১০০ সালের মধ্যে তাপমাত্রা বাড়তে পারে সাড়ে ৪ ডিগ্রি সেলসিয়াস দুদকের মামলায় ইসলামি ব্যাংকের সাবেক চেয়ারম্যান কারাগারে গ্রহণযোগ্য নির্বাচনের নিশ্চয়তা চায় দলগুলো, বাস্তব পদক্ষেপ নেওয়ার দাবি
  • চীন-রাশিয়ার যুদ্ধ লাগানোর ‘বুদ্ধি’ দিলেন ট্রাম্প!

    চীন-রাশিয়ার যুদ্ধ লাগানোর ‘বুদ্ধি’ দিলেন ট্রাম্প!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের বিষয়ে ভারসাম্যমূলক ভূমিকা রাখার চেষ্টা করছে চীন সরকার। ইউক্রেনে হামলার নিন্দা বা সমর্থনে কোনো মন্তব্য এখনো তারা করেনি।

    চীনা সরকার ইউক্রেনে রাশিয়ার হামলাকে ‘আগ্রাসন’ হিসেবে উল্লেখ করতেও অস্বীকার করেছে। এতে স্পষ্টই বোঝা যাচ্ছে, রাশিয়ার সঙ্গে সম্পর্ক খারাপ করতে চায় না চীন।  

    তবে চীনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ কীভাবে লাগতে পারে, সে বিষয়ে একটি কৌশল জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  

    দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, রিপাবলিকান ন্যাশনাল কমিটির দাতাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের উচিত নিজেদের বিমানে চীনের পতাকা লাগিয়ে রাশিয়ায় বোমা ফেলা। এই কাজে নিজেদের এফ-২২এস প্লেন ব্যবহার করা উচিত যুক্তরাষ্ট্রের।  

    সাবেক প্রেসিডেন্ট বলেন, ‘এতে আমরা বলতে পারব, চীন করেছে এটা, আমরা করিনি। আর তারা পরস্পর যুদ্ধ শুরু করবে এবং আমরা বসে দেখব’। তার এমন মন্তব্যের পর ওই দাতারা হেসে ওঠেন।  

    ট্রাম্পের ওই বক্তব্যের একটি রেকর্ডিংয়ের কথা উল্লেখ করা হয় সংবাদমাধ্যমটিতে। ট্রাম্পের মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হাস্যরস হচ্ছে।

    প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের এই ধরনের মন্তব্য আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে পারে। তবে রাশিয়া কখনই এমন পরিস্থিতিতে ভুল করবে না। কেননা এটা স্বীকৃত যে, চীনারা ‘এফ-২২এস’ প্লেন ব্যবহার করে না। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ