রাশিয়া ইস্যুতে বাংলাদেশের বিরুদ্ধে যে পদক্ষেপ নিল লিথুয়ানিয়া

জাতিসংঘের সাধারণ পরিষদে রাশিয়ার ইউক্রেনে হামলার নিন্দা প্রস্তাবে ভোটদানে বিরত থাকায় বাংলাদেশকে কোভিড-১৯ এর উপহার হিসেবে টিকা দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছে লিথুয়ানিয়া।
দেশটির প্রধানমন্ত্রীর মুখপাত্র রাসা জাকিলাইটিয়েনের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
এই সপ্তাহের শুরুতে লিথুয়ানিয়ার সরকার বাংলাদেশে ফাইজারের কোভিড-১৯ ভ্যাকসিনের ৪ লাখ ৪৪ হাজার ৬০০ ডোজ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে বুধবার (২ মার্চ) একটি প্রস্তাব গৃহীত হয়েছে, যেটি রাশিয়াকে ইউক্রেন থেকে 'অবিলম্বে' সৈন্য প্রত্যাহার করার দাবি জানায়।
অধিবেশনে ইউক্রেনের রাষ্ট্রদূত রাশিয়াকে গণহত্যার দায়ে অভিযুক্ত করেছেন। সাধারণ পরিষদে দুই দিনের বেশি সময় ধরে বিতর্কের পর জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪১টি রাষ্ট্র প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। আর বাংলাদেশসহ ৩৫টি দেশ ভোট দানে বিরত থাকে। তবে পাঁচটি দেশ ইরিত্রিয়া, উত্তর কোরিয়া, সিরিয়া, বেলারুশ এবং রাশিয়া প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়।
গৃহীত প্রস্তাবে ইউক্রেনে আক্রমণ করায় রাশিয়াকে 'কড়া ভাষায়' নিন্দা জানানো হয়। এছাড়া রাশিয়ার পারমাণবিক বাহিনীকে সতর্ক রাখার সিদ্ধান্তের জন্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিন্দা জানানো হয়। একই সঙ্গে সাধারণ পরিষদ ইউক্রেনের সার্বভৌমত্ব, স্বাধীনতা, ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি সমর্থন প্রকাশ করেছে।
সূত্র : এলআরটি
এইচকেআর