ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • আপনাদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই আমার রাজনীতির উদ্দেশ্য: হেলাল স্কুলে ভর্তির আবেদন শুরু কাল, জেনে নিন নতুন নিয়ম ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট অধ্যাদেশ: আইন উপদেষ্টা ভারত থেকে শেখ হাসিনা-কামালকে ফেরাতে হেগের আদালতে যাবে সরকার গৌরনদীতে যাত্রীসহ খাদে বাস, আহত ১৩ নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার : প্রধান উপদেষ্টা ২১০০ সালের মধ্যে তাপমাত্রা বাড়তে পারে সাড়ে ৪ ডিগ্রি সেলসিয়াস দুদকের মামলায় ইসলামি ব্যাংকের সাবেক চেয়ারম্যান কারাগারে গ্রহণযোগ্য নির্বাচনের নিশ্চয়তা চায় দলগুলো, বাস্তব পদক্ষেপ নেওয়ার দাবি
  • রাশিয়া ইস্যুতে বাংলাদেশের বিরুদ্ধে যে পদক্ষেপ নিল লিথুয়ানিয়া

     রাশিয়া ইস্যুতে বাংলাদেশের বিরুদ্ধে যে পদক্ষেপ নিল লিথুয়ানিয়া
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতিসংঘের সাধারণ পরিষদে রাশিয়ার ইউক্রেনে হামলার নিন্দা প্রস্তাবে ভোটদানে বিরত থাকায় বাংলাদেশকে কোভিড-১৯ এর উপহার হিসেবে টিকা দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছে লিথুয়ানিয়া।

    দেশটির প্রধানমন্ত্রীর মুখপাত্র রাসা জাকিলাইটিয়েনের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

     

    এই সপ্তাহের শুরুতে লিথুয়ানিয়ার সরকার বাংলাদেশে ফাইজারের কোভিড-১৯ ভ্যাকসিনের ৪ লাখ ৪৪ হাজার ৬০০ ডোজ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল।

    জাতিসংঘের সাধারণ অধিবেশনে বুধবার (২ মার্চ) একটি প্রস্তাব গৃহীত হয়েছে, যেটি রাশিয়াকে ইউক্রেন থেকে 'অবিলম্বে' সৈন্য প্রত্যাহার করার দাবি জানায়।

    অধিবেশনে ইউক্রেনের রাষ্ট্রদূত রাশিয়াকে গণহত্যার দায়ে অভিযুক্ত করেছেন। সাধারণ পরিষদে দুই দিনের বেশি সময় ধরে বিতর্কের পর জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪১টি রাষ্ট্র প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। আর বাংলাদেশসহ ৩৫টি দেশ ভোট দানে বিরত থাকে। তবে পাঁচটি দেশ ইরিত্রিয়া, উত্তর কোরিয়া, সিরিয়া, বেলারুশ এবং রাশিয়া প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়।

    গৃহীত প্রস্তাবে ইউক্রেনে আক্রমণ করায় রাশিয়াকে 'কড়া ভাষায়' নিন্দা জানানো হয়। এছাড়া রাশিয়ার পারমাণবিক বাহিনীকে সতর্ক রাখার সিদ্ধান্তের জন্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিন্দা জানানো হয়। একই সঙ্গে সাধারণ পরিষদ ইউক্রেনের সার্বভৌমত্ব, স্বাধীনতা, ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি সমর্থন প্রকাশ করেছে।

    সূত্র : এলআরটি


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ