জেলেনস্কির সঙ্গে সরাসরি কথা বলতে পুতিনের প্রতি আহ্বান মোদির

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে সরাসরি কথা বলার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন।
ভারতের সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যুদ্ধের ১২তম দিন সোমবার (৭ মার্চ) দুই রাষ্ট্রনেতা টেলিফোনে প্রায় ৫০ মিনিট আলাপ করেন।
খবরে বলা হয়েছে, ইউক্রেন এবং রুশ প্রতিনিধি দলের মধ্যে যে শান্তি আলোচনা চলছে তার অগ্রগতি সম্পর্কে পুতিন প্রধানমন্ত্রী মোদিকে জানিয়েছেন।
গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্টের ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণার পরে এটি দু’জনের দ্বিতীয় বার কথোপকথন। পুতিনের সঙ্গে কথা বলার আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গেও ফোনে প্রায় ৩৫ মিনিট মোদির আলোচনা হয়। পূর্ব ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত সুমি শহরে আটক প্রায় ৭০০ ভারতীয় শিক্ষার্থীকে উদ্ধারের বিষয়ে মোদি ইউক্রেন সরকারের সাহায্য চান।
মোদি-পুতিন আলোচনাতেও ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত শহরগুলোতে আটকেপড়া ভারতীয়দের নিরাপদে দেশে ফেরানোর বিষয়টি এসেছে।
এসএম