এলভিভ সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে বিমান হামলা
পোল্যান্ড সীমান্তবর্তী এলভিভ সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এলভিভের সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়া বিমান ও মিসাইল হামলা চালিয়েছে।
ওই এলাকায় ব্যাপক পরিমাণ ধোঁয়া উড়তে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা। পোল্যান্ড সীমান্ত থেকে ১০ মাইল দূরে এই সামরিক প্রশিক্ষণ কেন্দ্রটি অবস্থিত।
এলভিভ কর্তৃপক্ষ জানিয়েছে, ‘দখলদাররা ইন্টারন্যাশনাল সেন্টার ফর পিস কিপিংয়ে বিমান ও রকেট হামলা চালিয়েছে।’ এলভিভ ছাড়াও ইউক্রেনের আরও কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।
এমইউআর