মার্কিনদের অবিলম্বে ইউক্রেন ছাড়ার নির্দেশ

ইউক্রেনে থাকা মার্কিনদের অবিলম্বে দেশটি ছাড়ার কথা বলেছে কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাস। স্থানীয় সময় সোমবার এ নির্দেশনা দেওয়া হয়।
কিয়েভে যুক্তরাষ্ট্রের দূতাবাস তার দেশের নাগরিকদের সতর্ক করে নিরাপদ ভ্রমণ ও ভ্রমণপথের ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে নাগরিকদের ইউক্রেন ছাড়তে বলেছে। খবর বিবিসির।
ইউক্রেনের জনবহুল সড়ক, আচমকা রাশিয়ার হামলার মুখোমুখি এবং সড়ক ও সেতুর মতো অবকাঠামোগুলো ধ্বংসের ঝুঁকিতে থাকার বিষয়টিও বলে দিয়েছে দূতাবাস।
এর আগে গত জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তা ছাড়া ইউক্রেনে ঠিক কতজন আমেরিকান অবস্থান করছেন, তার সঠিক হিসাব তাদের কাছে নেই।
এমইউআর