কিয়েভ যাচ্ছেন পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র ও স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী

ইউক্রেনের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করতে ট্রেনে করে কিয়েভ যাচ্ছেন পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র এবং স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী অফিসের প্রধান মাইকেল ডুরকজিক বলেছেন, এই তিন প্রধানমন্ত্রী ইউরোপীয়ান ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি হিসেবে ইউক্রেনে যাচ্ছেন। ইউক্রেনের প্রধানমন্ত্রী-প্রেসিডেন্টের কাছে তারা দেশটির জন্য বড় ধরনের সহায়তা প্যাকেজের বিস্তারিত সুস্পষ্টভাবে তুলে ধরবেন। খবর বিবিসি অনলাইনের।
তিনি আরও জানান, সম্প্রতি ভার্সাই নগরীতে হওয়া ইইউ সম্মেলন থেকে এই সফরের উদ্যোগ নেওয়া হয়। তাদের বহনকারী ট্রেনটি ইতোমধ্যে পোলিশ-ইউক্রেন সীমান্ত পার হয়ে কিয়েভের দিকে এগোচ্ছে।
ন্যাটো রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে জড়াবে না, কিন্তু রুশ আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনকে যতটুকু পারা যায় সাহায্য করবে বলে ডুরকজিক জানান।
এমইউআর