ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • আপনাদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই আমার রাজনীতির উদ্দেশ্য: হেলাল স্কুলে ভর্তির আবেদন শুরু কাল, জেনে নিন নতুন নিয়ম ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট অধ্যাদেশ: আইন উপদেষ্টা ভারত থেকে শেখ হাসিনা-কামালকে ফেরাতে হেগের আদালতে যাবে সরকার গৌরনদীতে যাত্রীসহ খাদে বাস, আহত ১৩ নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার : প্রধান উপদেষ্টা ২১০০ সালের মধ্যে তাপমাত্রা বাড়তে পারে সাড়ে ৪ ডিগ্রি সেলসিয়াস দুদকের মামলায় ইসলামি ব্যাংকের সাবেক চেয়ারম্যান কারাগারে গ্রহণযোগ্য নির্বাচনের নিশ্চয়তা চায় দলগুলো, বাস্তব পদক্ষেপ নেওয়ার দাবি
  • ইউক্রেনে হামলা

    আলোচনা চলছে, বোমাও পড়ছে

    আলোচনা চলছে, বোমাও পড়ছে
    রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত হয়েছে নিজেদের বাড়িঘর। আঙিনায় দাঁড়িয়ে কাঁদছেন ইউক্রেনীয় নারী। গতকাল কিয়েভে।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনের রাজধানী কিয়েভে আবাসিক এলাকায় হামলা চালিয়েছে রুশ বাহিনী। এই হামলায় অন্তত চারজন নিহত হয়েছে। সেই কিয়েভেই যাচ্ছেন চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড ও স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীরা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা করবেন তাঁরা।


    এদিকে যুদ্ধ বন্ধে গতকাল মঙ্গলবারও আলোচনায় বসেছে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদল। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের ১৫ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। আর রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্য ও জাপান।


    যুদ্ধ বন্ধে আলোচনা চলমান থাকলেও ইউক্রেনে হামলা বন্ধ করেনি রাশিয়া। গতকাল ১৯তম দিনের মতো ইউক্রেনে অভিযান অব্যাহত রাখে রুশ বাহিনী। কয়েক দিন ধরে রাজধানীর আশপাশে হামলা চালানো হলেও গতকাল থেকে রাজধানীতেই প্রায় পুরোদমে হামলা শুরু করেছে রুশ বাহিনী।

    গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করে। ধারণা করা হচ্ছিল, যুদ্ধ শুরুর তিন থেকে চার দিনের মধ্যে রাজধানী কিয়েভের পতন হবে। পর্যবেক্ষক ও বিশ্লেষকদের অনুমানের বিপরীতে যুদ্ধের তৃতীয় সপ্তাহেও রাজধানী রক্ষায় প্রতিরোধযুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় সেনারা। তবে গতকাল রাজধানীর আবাসিক ভবনে হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে চারজনের মৃত্যুর তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। এ পরিস্থিতিতে রাজধানীতে ৩৬ ঘণ্টার কারফিউ জারি করেছে নগর কর্তৃপক্ষ। নগরের মেয়র ভিতালি ক্লিশকো বলেন, ‘আজকের দিনটি কঠিন ও বিপজ্জনক। ’

    এদিকে গতকাল ফের বৈঠকে বসেছে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির উপদেষ্টা ও ইউক্রেনীয় প্রতিনিধিদলের নেতা মিখাইলো পোদোলিয়াক টুইটারে এ তথ্য নিশ্চিত করেন। গত সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে চতুর্থ দফায় আলোচনা শুরু করে তারা। কৌশলগত কারণে কিছুটা সময় বিরতি দিয়ে গতকাল তারা ফের বৈঠক শুরু করে। অবিলম্বে অস্ত্রবিরতি নিশ্চিত করা এ বৈঠকের মূল লক্ষ্য বলে জানিয়েছে ইউক্রেনের প্রতিনিধিদল। গত সোমবার ইতিবাচক অগ্রগতি হয়েছে বলেও জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা।

    যুদ্ধ বন্ধে এবং ইউক্রেনে মানবিক সহায়তা নিশ্চিত করতে এর আগেও আলোচনায় বসে দুই পক্ষ। তবে সেসব আলোচনায় বেসামরিক নাগরিকদের ইউক্রেন থেকে সরিয়ে নেওয়া ছাড়া আর কোনো ফল হয়নি। এমনকি তুরস্কে ইউক্রেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সংক্ষিপ্ত বৈঠকেও কোনো কাজ হয়নি। অথচ যুদ্ধ শুরুর পর সেটিই ছিল দুই দেশের শীর্ষ পর্যায়ের একমাত্র বৈঠক।

    যুদ্ধ পরিস্থিতি

    রাজধানীর পরিস্থিতি সম্পর্কে বিবিসি জানায়, গতকাল ভোরে কিয়েভে হামলা চালিয়েছে রুশ বাহিনী। বিভিন্ন আবাসিক ভবন ও একটি মেট্রো স্টেশন হামলার শিকার হয়েছে। এসব হামলায় কমপক্ষে চারজন নিহত হয়েছে। নিহতের সংখ্যা সম্পর্কে আলজাজিরাও একই তথ্য দিয়েছে। এ ছাড়া দনিপ্রো শহরে এক বেসামরিক বিমান বন্দরে হামলা হয়েছে।

    খারকিভ শহরে শুধু সোমবার ৬৫ বার হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত ৬০০ আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা।

    মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে নিষেধাজ্ঞা

    মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। গতকাল সিএনএনের খবরে বলা হয়, বাইডেন ছাড়াও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, প্রতিরক্ষামন্ত্রী এল অস্টিনসহ যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের ১৫ জনের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার কথা জানায়।

    ইউক্রেন সফরে তিন প্রধানমন্ত্রী

    ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে দেখা করতে কিয়েভের উদ্দেশে রওনা হয়েছেন চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড ও স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীরা। পোল্যান্ড থেকে গতকাল স্থানীয় সময় সকাল ৯টায় তাঁরা ট্রেনে চড়ে রওনা হন। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি হিসেবে গতকালই জেলেনস্কির সঙ্গে তাঁদের বৈঠক করার কথা।

    রাশিয়ার বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা

    এদিকে রাশিয়ার বিরুদ্ধে চতুর্থ দফার নিষেধাজ্ঞায় অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। নতুন এ সিদ্ধান্তের আওতায় রাশিয়ায় বিলাসবহুল পণ্য রপ্তানি ও স্টিলের পণ্য আমদানি নিষিদ্ধ করা হয়েছে। সূত্র : এএফপি, বিবিসি, সিএনএন ও আলজাজিরা

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ