ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • আপনাদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই আমার রাজনীতির উদ্দেশ্য: হেলাল স্কুলে ভর্তির আবেদন শুরু কাল, জেনে নিন নতুন নিয়ম ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট অধ্যাদেশ: আইন উপদেষ্টা ভারত থেকে শেখ হাসিনা-কামালকে ফেরাতে হেগের আদালতে যাবে সরকার গৌরনদীতে যাত্রীসহ খাদে বাস, আহত ১৩ নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার : প্রধান উপদেষ্টা ২১০০ সালের মধ্যে তাপমাত্রা বাড়তে পারে সাড়ে ৪ ডিগ্রি সেলসিয়াস দুদকের মামলায় ইসলামি ব্যাংকের সাবেক চেয়ারম্যান কারাগারে গ্রহণযোগ্য নির্বাচনের নিশ্চয়তা চায় দলগুলো, বাস্তব পদক্ষেপ নেওয়ার দাবি
  • পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা ও সেনা মোতায়েন করবে যুক্তরাজ্য

    পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা ও সেনা মোতায়েন করবে যুক্তরাজ্য
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পোল্যান্ডের আকাশ সীমা নিরাপদ রাখতে দেশটিতে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও একশ’ সেনা মোতায়েন করবে যুক্তরাজ্য। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস।

    পোল্যান্ড সফরকালে এই ঘোষণা দিয়েছেন ওয়ালেস। তিনি বলেন, ‘পোল্যান্ডে ১০০ সেনাসহ আমরা মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা মোতায়েন করবো। রাশিয়ার আগ্রাসন থেকে পোল্যান্ডের আকাশ নিরাপদ রাখতে ভবিষ্যতে আমরা সব ধরনের ব্যবস্থা নেবো।’

    এদিকে অভিযানের শুরু থেকে এ পর্যন্ত ১৪ হাজার সেনাকে হারিয়েছে রাশিয়া, যার মধ্যে গত ২৪ ঘণ্টাই নিহত হয়েছে ২০০ রুশ সেনা। আজ বৃহস্পতিবার এমন দবিই করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
    বিবৃতিতে মন্ত্রণালয়টি আরও জানিয়েছে, রাশিয়ার ৪৪৪টি ট্যাংক, ১৪৩৫ সাঁজোয়া যান, ৮৬টি বিমান, ১০৮টি হেলিকপ্টার, ১১টি ড্রোন ও ৩টি জাহাজ ধ্বংস করেছে ইউক্রেন বাহিনী। 

    যদিও ২ মার্চ রাশিয়া জানিয়েছিল ইউক্রেন অভিযানে তাদের ৪৯৮ সেনার প্রাণ গেছে। তবে দুই পক্ষের কারো দাবিই গণমাধ্যমগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। 

    এর আগে ইউক্রেন অভিযানে তিন সপ্তাহের কম সময়ে রাশিয়ার সাত হাজার সেনা মারা গেছেন। মার্কিন কর্মকতার বরাতে এমনটাই জানিয়েছে দেশটির গণমাধ্যম নিউইয়র্ক টাইমস।

    আমেরিকার গোয়েন্দার জানিয়েছে, ইউক্রেন অভিযানে সাত হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে। ইরাক এবং আফগান অভিযানে ২০ বছরেরও এতো মার্কিন সেনা নিহত হয়নি বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা। 

    ইউক্রেন অভিযানের রাশিয়ার দেড় লাখের বেশি সেনা অংশ নিয়েছে। তাদের মধ্যে ১৪ থেকে ২১ হাজার সেনা আহত হয়েছেন। এছাড়াও রাশিয়ার চার জেনারেলকে হত্যার দাবি করেছে ইউক্রেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ