নরওয়েতে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত

নরওয়ের উত্তরাঞ্চলে চার যাত্রী নিয়ে একটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। ন্যাটোর সামরিক মহড়ায় অংশ নেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানায় দেশটির জয়েন্ট রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার (জেআরসিসি)। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সাথে পশ্চিমা বিশ্ব ও ইউরোপের তুমুল উত্তেজনার মধ্যে নর্থ আটলান্টিক নিরাপত্তা জোট-ন্যাটোর সামরিক মহড়া নরওয়েতে শুরু হয়েছে গত সোমবার। মহড়ার মধ্যে গতকাল শুক্রবার একটি মার্কিন সামরিক প্রশিক্ষণ বিমান খারাপ আবহাওয়ার কারণে বিধ্বস্ত হয়েছে।
দেশটির এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ভি-২২ অসপ্রে নামের ওই মার্কিন প্রশিক্ষণ বিমানটি খারাপ আবহাওয়ার কারণে নিখোঁজ ছিল। পরে সেটি বিধ্বস্ত হয়েছে। তবে, বিমানটিতে যে চার জন ছিলেন তাদের বর্তমান অবস্থা সম্পর্কে এখনো জানা যায়নি।
নরওয়ের পাবলিক ব্রডকাস্টার এনআরকে নিশ্চিত করেছে, ওই এলাকার প্রতিকূল আবহাওয়া কারণে সম্ভবত দুর্ঘটনাটি ঘটেছে। স্থল ও আকাশপথে তল্লাশি চালাচ্ছে কর্তৃপক্ষ।
এমইউআর