ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • আপনাদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই আমার রাজনীতির উদ্দেশ্য: হেলাল স্কুলে ভর্তির আবেদন শুরু কাল, জেনে নিন নতুন নিয়ম ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট অধ্যাদেশ: আইন উপদেষ্টা ভারত থেকে শেখ হাসিনা-কামালকে ফেরাতে হেগের আদালতে যাবে সরকার গৌরনদীতে যাত্রীসহ খাদে বাস, আহত ১৩ নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার : প্রধান উপদেষ্টা ২১০০ সালের মধ্যে তাপমাত্রা বাড়তে পারে সাড়ে ৪ ডিগ্রি সেলসিয়াস দুদকের মামলায় ইসলামি ব্যাংকের সাবেক চেয়ারম্যান কারাগারে গ্রহণযোগ্য নির্বাচনের নিশ্চয়তা চায় দলগুলো, বাস্তব পদক্ষেপ নেওয়ার দাবি
  • ছিলেন অর্থমন্ত্রী, হলেন উবার চালক!

     ছিলেন অর্থমন্ত্রী, হলেন উবার চালক!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খালিদ পায়েন্দা একসময় আফগানিস্তানের অর্থমন্ত্রী হিসেবে ৬ বিলিয়ন ডলারের বাজেট তত্ত্বাবধান এবং উপস্থাপন করেছিলেন। তিনি এখন পরিবারের খরচ জোগাতে ওয়াশিংটন ডিসিতে উবারে গাড়ি চালাচ্ছেন।

    সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে খালিদ বলেন, তিনি ছয় ঘণ্টা কাজ করে ১৫০ ডলারের কিছু বেশি উপার্জন করেন।

    আফগানিস্তান বর্তমানে আর্থিক ও মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র সমর্থিত সরকারকে উৎখাত করে ক্ষমতায় আসা তালেবান সরকারকে স্বীকৃতি দিতে এখনও দ্বিধাগ্রস্ত বিশ্বের অনেক দেশ।

    তালেবানরা রাজধানী শহরের নিয়ন্ত্রণ নেওয়ার এক সপ্তাহ আগে প্রধানমন্ত্রী আশরাফ ঘানির সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণে পায়েন্দা অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন। সরকারের হাতে গ্রেপ্তার হওয়ার ভয়ে তিনি আফগানিস্তান ত্যাগ করেন এবং যুক্তরাষ্ট্রে তার পরিবারের কাছে চলে আসেন।

    ওয়াশিংটন পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে খালিদ বলেন, তিনি যেকোনও উপায়ে তার পরিবারকে সাহায্য করতে পেরে কৃতজ্ঞ।

    তিনি আরও জানান, তিনি আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেন। কারণ মার্কিন সৈন্য প্রত্যাহারের ফলে তালেবানরা ক্ষমতা দখল করতে পেরেছে।

    কাবুল পতনের দিনে বিশ্বব্যাংকের এক কর্মকর্তার কাছে এক ক্ষুদে বার্তায় তিনি লেখেন, আমাদের ২০ বছরে মানুষের জন্য কাজ করবে-এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে সমগ্র বিশ্বের সমর্থন ছিল। আমরা যা তৈরি করেছি, তা তাসের ঘরের মতো দ্রুত ভেঙে পড়েছে। দুর্নীতির ভিতের ওপর তাসের ঘরটি তৈরি হয়েছিল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ