ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • আপনাদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই আমার রাজনীতির উদ্দেশ্য: হেলাল স্কুলে ভর্তির আবেদন শুরু কাল, জেনে নিন নতুন নিয়ম ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট অধ্যাদেশ: আইন উপদেষ্টা ভারত থেকে শেখ হাসিনা-কামালকে ফেরাতে হেগের আদালতে যাবে সরকার গৌরনদীতে যাত্রীসহ খাদে বাস, আহত ১৩ নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার : প্রধান উপদেষ্টা ২১০০ সালের মধ্যে তাপমাত্রা বাড়তে পারে সাড়ে ৪ ডিগ্রি সেলসিয়াস দুদকের মামলায় ইসলামি ব্যাংকের সাবেক চেয়ারম্যান কারাগারে গ্রহণযোগ্য নির্বাচনের নিশ্চয়তা চায় দলগুলো, বাস্তব পদক্ষেপ নেওয়ার দাবি
  • রাশিয়ায় ‘চিনি আতঙ্ক’

    রাশিয়ায় ‘চিনি আতঙ্ক’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্থানীয় সুপার মার্কেটগুলোতে খাদ্য সরবরাহের ঘাটতি এবং ক্রমবর্ধমানভাবে মূল্যবৃদ্ধি বর্তমানে রুশ জনগণের সবচেয়ে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে বিবিসি সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে।

    এদিকে রাশিয়ার বাজার থেকে চিনি উধাও হয়ে গেছে বলে স্থানীয় সংবাদপত্রের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।  চিনি না পাওয়া যাওয়ায় মানুষের মধ্যে ‘চিনি আতঙ্ক’ দেখা দিয়েছে বলে ওই সংবাদপত্র সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে।

    বিবিসির প্রতিবেদক স্টিভ রোজেনবার্গ জানান, রোববার তিনি যখন মস্কোর স্থানীয় সুপার মার্কেটে গিয়েছিলেন তখন সেখানে কোনো চিনি ছিল না এবং দোকানটি ‘আতঙ্কের কারণে কেনা ঠেকাতে খাদ্য সামগ্রীর উপর কিছু বিধিনিষেধ আরোপ করেছিল’।

    তবে রাশিয়ার  শিল্প ও বাণিজ্য বিশষয়ক উপমন্ত্রী ভিক্টর ইয়েভতুখভ চিনি সংকটের বিষয়টি নাকচ করে দিয়ে বলেন, চিনি নিয়ে কোনো ঝামেলা নেই। রাশিয়ায় যথেষ্ঠ পরিমাণে চিনি উৎপাদন করা হয় এবং দেশটিতে চিনি রফতানি করারও নিষিদ্ধ।

    এদিকে, রাশিয়ায় প্রতিদিনের খাদ্যদ্রব্যের মধ্যে লবন ও রান্নার তেলও রেশনিং করে বিক্রি করা হচ্ছে।

    রোজেনবার্গ জানান, রুশ মিডিয়া ইউক্রেন আক্রমণের কভারেজের পাশাপাশি ‘একটি বিকল্প বাস্তবতা’ তৈরি করে চলেছে, যেটিকে তারা ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে উল্লেখ করছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ