কারাগারে নিরাপত্তা রক্ষীর উপস্থিতিতে আজ অ্যাসাঞ্জের বিয়ে
লন্ডনে একটি কারাগারে আজ বুধবার বিয়ের পিঁড়িতে বসবেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। কনে তার দীর্ঘ সময়ের বান্ধবী আইনজীবী স্টেলা মরিস। বিয়ে উপলক্ষে ছোটখাট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিয়েতে চারজন অতিথি, দুইজন আনুষ্ঠানিক সাক্ষী ও দুইজন নিরাপত্তা রক্ষী উপস্থিত থাকবেন।
যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক গুরুত্বপূর্ণ নথি ফাঁস করে আলোচনায় আসেন অ্যাসাঞ্জ। তার বিরুদ্ধে ১৮টি অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। অ্যাসাঞ্জকে দেশে ফিরিয়ে নিয়ে বিচার করতে চায় যুক্তরাষ্ট্র। এরমধ্যেই বিয়ে করছেন ৫০ বছরের অ্যাসাঞ্জ। তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন।
গ্রেফতার এড়াতে লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে সাত বছর ছিলেন অ্যাসাঞ্জ। ২০১৯ সাল থেকে লন্ডনে বেলমার্শ কারাগারে আছেন তিনি। অ্যাসাঞ্জের সঙ্গে তার হবুবধূর পরিচয় হয়েছিল ২০১১ সালে। তাদের দুটি সন্তানও রয়েছে।
এমইউআর