ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • আপনাদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই আমার রাজনীতির উদ্দেশ্য: হেলাল স্কুলে ভর্তির আবেদন শুরু কাল, জেনে নিন নতুন নিয়ম ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট অধ্যাদেশ: আইন উপদেষ্টা ভারত থেকে শেখ হাসিনা-কামালকে ফেরাতে হেগের আদালতে যাবে সরকার গৌরনদীতে যাত্রীসহ খাদে বাস, আহত ১৩ নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার : প্রধান উপদেষ্টা ২১০০ সালের মধ্যে তাপমাত্রা বাড়তে পারে সাড়ে ৪ ডিগ্রি সেলসিয়াস দুদকের মামলায় ইসলামি ব্যাংকের সাবেক চেয়ারম্যান কারাগারে গ্রহণযোগ্য নির্বাচনের নিশ্চয়তা চায় দলগুলো, বাস্তব পদক্ষেপ নেওয়ার দাবি
  • সুর বদলে ভারতকেই ‘অপরিহার্য অংশীদার’ আখ্যা দিল আমেরিকা!

    সুর বদলে ভারতকেই ‘অপরিহার্য অংশীদার’ আখ্যা দিল আমেরিকা!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান এবং তা নিয়ে পশ্চিমা দেশগুলোর বিভিন্ন পদক্ষেপে ভারতের অবস্থান নড়বড়ে। সোমবার এমনই মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, কোয়াড নিরাপত্তা পরিষদের কিছু সদস্য যেমন জাপান, অস্ট্রেলিয়া রাশিয়ার সামরিক অভিযান নিয়ে কড়া প্রতিক্রিয়া দেখালেও ভারত এই ইস্যুতে ‘কিছুটা নড়বড়ে’ অবস্থান দেখিয়েছে।

    জো বাইডেনের এই বক্তব্যের একদিন পরই এবার সেই ‘নড়বড়ে’ ভারতকেই ‘অপরিবার্য অংশীদার’ আখ্যা দিল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস।

    মঙ্গলবার তিনি বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অপরিহার্য অংশীদার ভারত। কারণ উভয় দেশই একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের দৃষ্টিভঙ্গি ভাগ করে নেয়। ঐতিহাসিকভাবে প্রতিরক্ষা খাতে রাশিয়া ও ভারতের সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ক আমাদের সম্পর্কের মাঝে আসে না। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের পছন্দের অংশীদার।”

    ভারতের অবস্থান প্রসঙ্গে নেড প্রাইস বলেন, “এটা ইতিহাস বনাম বর্তমানের প্রশ্ন... ভারতের অবশ্যই রাশিয়ার সাথে ঐতিহাসিকভাবে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ক যুগে যুগে তৈরি হয়েছে এবং তারা এমন এক সময়ে একত্রিত হয়েছিল যখন মার্কিন যুক্তরাষ্ট্র বা আমাদের কিছু অংশীদার ভারতের সাথে এই ধরনের সম্পর্ক রাখতে প্রস্তুত ছিল না। সেই সময়টা খুবই আলাদা ছিল। কিন্তু সেই সময়গুলো বদলে গিয়েছে। ভারতের শক্তিশালী প্রতিরক্ষা অংশীদার হওয়ার জন্য আমাদের ইচ্ছা ও ক্ষমতার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি বদলেছে। এটি একটি দ্বিপাক্ষিক সম্পর্ক যা গত ২৫ বছর বা তারও বেশি সময় ধরে গভীর হয়েছে।”

    উল্লেখ্য, আমেরিকা সম্প্রতি রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। আর এরই মাঝে ভারত রাশিয়া থেকে কম দামে তেল কিনতে চলেছে। এই নিয়ে আমেরিকা ও ভারতের মধ্যে আলোচনা হয়েছিল। আমেরিকা চেয়েছিল যাতে ভারত রাশিয়ার থেকে তেল না কেনে। তবে ভারত নিজেদের স্বাধীন পররাষ্ট্রনীতির অন্তর্গত আমেরিকার দ্বারা এই ক্ষেত্রে প্রভাবিত হয়নি। এর আগে রাশিয়া থেকে এস-৪০০ মিসাইল সিস্টেম কেনা নিয়েও আমেরিকা ভারতের উপর চাপ সৃষ্টি করেছিল। তবে তাতেও ভারত মাথা নত করেনি। এই আবহে বাইডেনের গলায় অসন্তোষ ঝরে পড়ে। তবে দ্রুত সেই সুর বদলাল ওয়াশিংটন। সূত্র


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ