ন্যাটো কী রাশিয়া চালায়? জেলেনস্কি
রাশিয়ার সেনা অভিযান প্রতিহত করার জন্য পশ্চিমা দেশগুলোর সরকারে কাছে ট্যাংক, ক্ষেপণাস্ত্র ব্যবস্থাসহ আরও অস্ত্র চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
এক ভিডিও ভাষণে তিনি বলেন, ভারী অস্ত্র চাই যা ইউরোপের স্বাধীনতা রক্ষা করবে।
এসময় জেলেনস্কি আরও বলেন, রাশিয়ার যুদ্ধ বিমান মেশিন গান দিয়ে ভূপাতিত করা সম্ভব নয়। তার ভাষায়, ‘ন্যাটো কী করছে? এটা কী রাশিয়া চালায়? তারা কীসের অপেক্ষা করছে? ৩১টা দিন পেরিয়ে গেছে। আমরা ন্যাটোর কাছে যা (অস্ত্র) আছে তার মাত্র এক শতাংশ চেয়েছিলাম। এর বেশি কিছু নয়।’
এমইউআর