ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • আওয়ামী সরকারের আমলে যেসব কর্মকাণ্ড নির্বাচন ব্যবস্থা কলুষিত করে ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক প্রেমিকের সঙ্গে অভিমান করে নদীতে ঝাঁপ বিএম কলেজ শিক্ষার্থীর জাপা নেতাদের প্রার্থিতা বাতিলের দাবি, জুলাই ঐক্যের কর্মসূচি ঘোষণা ইরানে নিস্তেজ হয়ে পড়ছে বিক্ষোভ, সরকারের পক্ষে বিশাল সমাবেশ গৌরনদীতে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে কিশোরীর মরদেহ উদ্ধার আগৈলঝাড়ায় সরকারী অফিসের প্রবেশ পথে চেয়ার-টেবিল ও রশি টানিয়ে অফিস করছেন কর্মকর্তা  মঠবাড়িয়ায় স্বেচ্ছাশ্রমে ৭৫ ফুট দীর্ঘ ব্রিজ নির্মাণ দণ্ডিত ২৫ বাংলাদেশিকে ক্ষমা করলেন আমিরাতের প্রেসিডেন্ট বিক্ষোভে উত্তাল ইরান, নিহত অন্তত ১৯২
  • পাঁচ কেজি ওজনের মিষ্টি আলু

    পাঁচ কেজি ওজনের মিষ্টি আলু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃষক হোসেন মিয়ার জমি থেকে পাঁচ কেজি ওজনের একটি  মিষ্টি আলু তোলা হয়েছে। উপজেলার মোগড়া ইউনিয়নের ধাতুর পহেলা গ্রামের জমি থেকে এই মিষ্টি আলুটি তোলা হয়। হোসেন মিয়া ওই গ্রামের রেজু মিয়ার ছেলে। খবর পেয়ে বিশাল আকৃতির এই আলু দেখতে দূর-দূরান্ত থেকে উৎসুক মানুষ এসে তার বাড়িতে ভিড় জমাচ্ছেন। বিশাল আকৃতির এই আলুটি বর্তমানে উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে সপ্তাহব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায়  প্রদর্শিত হচ্ছে।

    কৃষক হোসেন মিয়া বলেন,  ১৫ শতাংশ জমিতে কৃষি অফিসের পরামর্শে তিনি সিন্ধি প্রজাতির লাল মিষ্টি আলুর লতা রোপণ করেন। আলুর লতা রোপণের ৬-৭ মাসের ব্যবধানে জমিতে ফলন হয়। সোমবার জমি  থেকে আলু তোলার জন্য মাটি খুঁড়তে শুরু করেন। প্রথমে বুঝতে পারেননি এটি মিষ্টি আলু। পরে উৎসাহ নিয়ে আলুর চারদিক থেকে মাটি সরানোর পর অবাক হয়ে যান। বিশাল আকৃতির মিষ্টি আলুটি তোলা হলে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়। পরে ওজন করে দেখা যায় এই  আলুর ওজন ৫ কেজি ১০০ গ্রাম।

    তিনি বলেন এখন পর্যন্ত এই আলুটি উপজেলার মধ্যে সবচেয়ে বড় আলুর ফলন। কম খরচে অধিক ফলন পেতে মিষ্টি আলু চাষের বিকল্প নেই।  ১৫ শতাংশ জায়গার মধ্যে ২৫ থেকে ৩০ মণ আলু উৎপাদন হবে বলে তিনি আশা করছেন। প্রতি কেজি আলু স্থানীয় বাজারে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে।

    স্থানীয় বাসিন্দা মো. বাবলু মিয়া বলেন, উপজেলায় এতো বড় ওজনের মিষ্টি আলু জমিতে চাষ হতে তিনি প্রথম দেখেছেন। খবর পেয়ে তিনি আলুটি দেখতে হোসেন মিয়ার বাড়িতে এসেছেন। শিক্ষার্থী আয়েশা আক্তার বলেন, মেলায় গিয়ে উপজেলা কৃষি অফিসের স্টলে এই আলুটি তার নজরে পড়ে। প্রথমে বুঝতে পারেননি এটি আলু।

    উপজেলার কৃষি কর্মকর্তা শাহানা বেগম বলেন, সাধারণত আধা কেজি বা ১/দেড় কেজি ওজনের মিষ্টি আলু হয়ে থাকে। এটি আসলে ব্যতিক্রম হয়েছে। মূলত মাটির গুণাগুণ ভালো হলে ফলন ভালো হয়ে থাকে। ফলন ভালো রাখতে কৃষকদেরকে সব সময় পরামর্শ দেওয়া হয়। ইতোমধ্যে আলুটি নিয়ে জেলা কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ