ইউক্রেনের দাবি, কিয়েভ অঞ্চল থেকে সেনা সরাচ্ছে রাশিয়া
ইউক্রেন দাবি করেছে, ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে কিয়েভ অঞ্চল থেকে রাশিয়া তার সেনাদের সরিয়ে নিচ্ছে। ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফ এ দাবি করেছে। খবর বিবিসির।
দেশটির দাবি, ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে রাশিয়া তার সেনাদের সরিয়ে নিতে বাধ্য যুদ্ধের হালনাগাদ তথ্যে জেনারেল স্টাফ জানায়, রাশিয়ার সেনাবাহিনীর দুই ব্যাটালিয়ন কৌশলগত দলকে বেলারুশে সরিয়ে নেওয়া হয়েছে। এ ইউনিটগুলো ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।
আরও জানানো হয়, ইউক্রেনে ঢোকা রুশ ইউনিটগুলোর ‘তীব্রতাও উল্লেখযোগ্যভাবে কমেছে’।
সম্প্রতি যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক পূর্বাভাসে বলা হয়, রাশিয়া কৃষ্ণ সাগর উপকূলে নৌ-অবরোধের মাধ্যমে কার্যকরভাবে ইউক্রেনকে আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্য থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে।
এমইউআর