ঢাকা শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • ২৫ পাটকল চালুসহ বিভিন্ন দাবিতে খুলনায় শ্রমিক সমাবেশ দিল্লি বিস্ফোরণে প্রধান সন্দেহভাজন উমরের বাড়ি গুঁড়িয়ে দিলো ভারত এক হাসিনা যাওয়ার পর আরেক হাসিনা আসার প্রস্তুতি চলছে: পাটওয়ারী বরিশালে শীতের আমেজ, ১০-২০ শতাংশ বৃদ্ধি গরম পোষাকের দাম  বরিশালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ১২৭ শিশু ভর্তি, একজনের মৃত্যু   দৌলতখানে বিএনপির  কমিটিতে আওয়ামী লীগ কর্মীর নাম , ক্ষুব্ধ নেতাকর্মীরা বানারীপাড়ায় কেরামত আলী খান মৃত্যুর ২ বছর পর পেলেন বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি ভোলায় ২০ মিনিট অবরুদ্ধ তিন উপদেষ্টা বরগুনায় গভীর রাতে বাসে অগ্নিসংযোগ, গ্রেফতার ৫ একই দিনে গণভোট ও নির্বাচন ঘোষণায় জাতি হতাশ: চরমোনাই পীর
  • ইজিবাইক চার্জ স্টেশনের আগুনে পুড়ল চারটি বসতঘর

    ইজিবাইক চার্জ স্টেশনের আগুনে পুড়ল চারটি বসতঘর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় অবৈধভাবে স্থাপন করা ব্যাটারিচালিত ইজিবাইকের চার্জ স্টেশন বিস্ফোরিত হয়ে ৪টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা।

    বুধবার (৩০ মার্চ) রাত সাড়ে ৯টায় আজমিরীগঞ্জ পৌরসভার গোপালনগর এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে সেখানকার বাসিন্দা আবু ছালেক মিয়া, আবু কালাম মিয়া, রেজাউল মিয়া ও ফরুক মিয়ার ঘর পুড়ে যায়। এ সময় চার্জে লাগানো ৪টি ইজিবাইক পুড়ে ছাই হয়ে গেছে।
     
    জানা গেছে, আবু ছালেক মিয়া তার বাড়িতে অবৈধভাবে ইজিবাইকের চার্জ স্টেশন স্থাপন করেছেন। বুধবার সেখানে ৪টি ইজিবাইক চার্জে লাগানো ছিল। রাত সাড়ে ৯টায় বিকট শব্দে চার্জ স্টেশনটি বিস্ফোরিত হয় এবং ঘরে আগুন লেগে যায়। এরপর আগুন পাশের তিনটি ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করলেও ততক্ষণে চারটি ঘর ও চারটি ইজিবাইক পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয় বলে আবু ছালেক মিয়া জানিয়েছেন।  

    এদিকে আজমিরীগঞ্জে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় বানিয়াচং থেকে দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে ছুটে যায়। ততক্ষণে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।  

    যোগাযোগ করা হলে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা সালেহা সুমী বলেন, অগ্নিকাণ্ডের স্থানে অবৈধভাবে ইজিবাইক চার্জ দেওয়া হচ্ছিল। খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ