এরা আজকের মীর জাফর
নিজ দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাদের মীর জাফর বলে আখ্যায়িত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, মীর জাফর এবং মীর সাদিক ব্রিটিশদের সঙ্গে হাত মিলিয়ে বাংলাকে তাদের হাতে তুলে দিয়েছিল। এরা (তার দলের ভিন্নমতাবলম্বী) আজকের মীর জাফর এবং মীর সাদিক।
বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন ইমরান খান। পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইমরান খান বলেন, ‘আপনারা বিদেশি শক্তির সঙ্গে যোগসাজশ করে ক্ষমতার পরিবর্তন আনতে চাইছেন। কিন্তু মনে রাখবেন জাতি আপনাদের ভুলে যাবে না এবং ভবিষ্যৎ প্রজন্ম আপনাদের ক্ষমা করবে না।’
ইমরান খানের বিরুদ্ধে আনা বিরোধী দলগুলোর অনাস্থা প্রস্তাব নিয়ে পাকিস্তানের জাতীয় পরিষদের নিম্নকক্ষে ইতোমধ্যে বিতর্ক শুরু হয়েছে। এর মধ্যেই জাতির উদ্দেশে ভাষণ দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এর আগে পাকিস্তানের নিরাপত্তা পরিষদের সদস্য ও সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।
অনাস্থা ভোটের আগে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তাকে ক্ষমতাচ্যুত করতে বিদেশিদের ষড়যন্ত্রের অভিযোগ তোলেন ইমরান খান। তিনি দাবি করেন, বিদেশিরা তাকে ক্ষমতা থেকে উৎখাত করতে চায়। এদের সঙ্গে বিরোধী দলগুলোর যোগাযোগ রয়েছে। অনাস্থা ভোটে তিনি জয়ী হয়ে গেলে পাকিস্তানকে কঠিন সময়ের মুখে পড়তে হবে।
এমইউআর