ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • আপনাদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই আমার রাজনীতির উদ্দেশ্য: হেলাল স্কুলে ভর্তির আবেদন শুরু কাল, জেনে নিন নতুন নিয়ম ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট অধ্যাদেশ: আইন উপদেষ্টা ভারত থেকে শেখ হাসিনা-কামালকে ফেরাতে হেগের আদালতে যাবে সরকার গৌরনদীতে যাত্রীসহ খাদে বাস, আহত ১৩ নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার : প্রধান উপদেষ্টা ২১০০ সালের মধ্যে তাপমাত্রা বাড়তে পারে সাড়ে ৪ ডিগ্রি সেলসিয়াস দুদকের মামলায় ইসলামি ব্যাংকের সাবেক চেয়ারম্যান কারাগারে গ্রহণযোগ্য নির্বাচনের নিশ্চয়তা চায় দলগুলো, বাস্তব পদক্ষেপ নেওয়ার দাবি
  • ইউরোপের অধিকাংশ দেশ রাশিয়া থেকে তেল কেনে, ভারতের ‘খোঁচা’

    ইউরোপের অধিকাংশ দেশ রাশিয়া থেকে তেল কেনে, ভারতের ‘খোঁচা’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনে রুশ সামরিক অভিযানে ক্ষুব্ধ ব্রিটেন আগেই পুতিনের দেশের উপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। জাতিসংঘেও রাশিয়ার বিরুদ্ধেই কড়া সুরে কথা বলেছে ব্রিটেন। এই আবহে ভারত সফরে এসেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস।

    বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ট্রাসের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে রাশিয়া নিয়ে নিজেদের অবস্থান ফের একবার ভারতের সামনে স্পষ্ট করল ব্রিটেন। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শোনার পর রাশিয়া ইস্যুতে জয়শঙ্কর বলেন, “নিষেধাজ্ঞার আলোচনা একটি প্রচারের মতো দেখাচ্ছে। যুদ্ধের আগে ইউরোপের দেশগুলোই রাশিয়ার থেকে সবচেয়ে বেশি তেল কিনছিল।”

    বৃহস্পতিবারের বৈঠকের শুরু থেকেই ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনে রুশ সামরিক অভিযান নিয়ে কথা বলেন। ভারতেরও এ ব্যাপারে কী অবস্থান তা জানার চেষ্টা করেন তিনি। তবে এ ব্যাপারে বেশ সাবধানী পদক্ষেপ নেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এস জয়শঙ্কর ভারত-ব্রিটেন স্ট্র্যাটেজিক ফিউচার ফোরামের ৪৫ মিনিটের আলোচনা পর্বে রাশিয়ার নাম নেননি। এরপরই দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়।
    বর্তমান পরিস্থিতিতে আমেরিকা, ব্রিটেন-সহ একাধিক দেশ রাশিয়ার উপর একগুচ্ছ নিষেধাজ্ঞা চাপিয়েছে। এই পরিস্থিতিতেও ভারত রাশিয়া থেকে ছাড়ে তেল কিনবে কিনা সে প্রশ্নের উত্তরে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেন, “নিষেধাজ্ঞার বিষয় নিয়ে আমি ব্রিটেনের দৃষ্টিভঙ্গির একটি ধারণা দিয়েছি। চলতি বছরের শেষেই রাশিয়ার তেলের উপর আমাদের নির্ভরতা শেষ করছি। তবে ভারত একটি সার্বভৌম দেশ। কী করতে হবে সেটা আমরা ভারতকে বলতে যাচ্ছি না। তবে আমরা ইউক্রেনের জনগণের পাশে দাঁড়াতে যথাসাধ্য পদক্ষেপ নেওয়ার জন্য একটি দৃঢ় দায়িত্ব অনুভব করছি। অন্যদের কী করা উচিত বা করতে হবে তা আমরা বলতে যাব না।”

    এ সময় এস জয়শঙ্কর জানান, মার্চ মাসে ইউরোপ রাশিয়ার কাছ থেকে আগের মাসের তুলনায় ১৫ শতাংশ বেশি তেল ও গ্যাস কিনেছে। তিনি আরও বলেন, “আপনি যদি রাশিয়া থেকে তেল এবং গ্যাসের প্রধান ক্রেতাদের দিকে তাকান, আমি মনে করি আপনি তাদের বেশিরভাগকেই ইউরোপে পাবেন। আমরা নিজেরাই মধ্যপ্রাচ্য থেকে আমাদের জ্বালানি সরবরাহের সিংহভাগ পাই। এর আগে আমাদের তেলের প্রায় ৭.৫-৮ শতাংশ আমেরিকা থেকে আসত। শতাংশের হিসেবে সেই পরিমাণ সম্ভবত রাশিয়ার থেকে কম।”


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ