ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • আপনাদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই আমার রাজনীতির উদ্দেশ্য: হেলাল স্কুলে ভর্তির আবেদন শুরু কাল, জেনে নিন নতুন নিয়ম ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট অধ্যাদেশ: আইন উপদেষ্টা ভারত থেকে শেখ হাসিনা-কামালকে ফেরাতে হেগের আদালতে যাবে সরকার গৌরনদীতে যাত্রীসহ খাদে বাস, আহত ১৩ নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার : প্রধান উপদেষ্টা ২১০০ সালের মধ্যে তাপমাত্রা বাড়তে পারে সাড়ে ৪ ডিগ্রি সেলসিয়াস দুদকের মামলায় ইসলামি ব্যাংকের সাবেক চেয়ারম্যান কারাগারে গ্রহণযোগ্য নির্বাচনের নিশ্চয়তা চায় দলগুলো, বাস্তব পদক্ষেপ নেওয়ার দাবি
  • মেয়েটার কান থেকে বেরিয়ে এলো কাঁকড়া!

    মেয়েটার কান থেকে বেরিয়ে এলো কাঁকড়া!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এক ভিডিও ফুটেজ দেখে হাজারো দর্শকের ভয়ে কেঁপে উঠেছেন নিঃসন্দেহে। সেখানে দেখা যায়, এক নারীর কানের ভেতর থেকে আস্ত এক কাঁকড়া বেরিয়ে এলো। ভিডিওটি সোশাল প্লাটফর্ম টিকটকে শেয়ার করেছেন এক ব্যবহারকারী।  

    ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোর ঘটনা এটি।

    সান জুয়ানে এক নারী ডাইভিং মাস্ক লাগিয়ে পানির নিচে সাঁতরাচ্ছিলেন, যাকে বলা হয় স্নোরকেলিং। আর  ওই সময়ই নাকি ছোট আকারের একটি কাঁকড়া তার কানের ফুটোয় আশ্রয় নেয়।
      
    ভিডিওতে দেখা যায়, মেয়েটার এক বন্ধু কানের ভেতরে লুকিয়ে থাকা আগন্তুককে বের করার প্রয়াস চালাচ্ছেন। এ কাজে টুইজারের সহায়তা নিয়েছেন তিনি। টুইজার কানের ভেতর ঢুকিয়ে কাঁকড়াটিকে টেনে বের করার চেষ্টা করেন তিনি। বেশ কয়েকটি ব্যর্থ চেষ্টার পর বোধহয় কাঁকড়া মহাশয়ের বোধোদয় হয় যে, তিনি পানির নিচের কোনো নিরাপদ কুঠুরিতে আশ্রয় নেননি। ভুল জায়গায় এসেছেন। একপর্যায়ে সে অনেকটা লাফ দিয়ে বাইরে চলে আসে। মেয়েটি অনেকটা আতঙ্ক মেশানো কণ্ঠে বলছিলেন, 'ওটা কী?' বুঝতে পেয়ে চিৎকার শুরু করেন। সেখানেই শেষ হয় ভিডিওটি।  

    দি ইনডিপেন্ডেন্ট জানায়, এই ভিডিও ক্লিপটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ১৩ লক্ষবার দেখা হয়েছে এটি। মন্তব্যকারীদের অনেকেই আতঙ্কিত হয়েছেন। বলেছেন, এটা যেন এক 'দুঃস্বপ্ন' যা বাস্তবে ঘটে গেছে।  

    মেয়েটির নাম ডেইজি ওয়েস। জানিয়েছেন, এই বাজে অভিজ্ঞতা অবশ্য তাকে পানির মজার সব খেলা থেকে বিরত রাখতে পারেনি। পরদিনও ছুটেছেন কায়াকিং করতে। তবে যারা ভিডিওটি দেখেছেন তাদের প্রতি ডেইজির অনুরোধ, স্নোরকেলিং করার আগে অবশ্যই দুই কানে এয়ারপ্লাগ পরে নিতে হবে।  

    সূত্র: এনডিটিভি


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ