ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

Motobad news

চড় কাণ্ড: পুরস্কার কেড়ে নেওয়া হবে না স্মিথের

চড় কাণ্ড: পুরস্কার কেড়ে নেওয়া হবে না স্মিথের
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

অস্কারের মঞ্চে চলমান অনুষ্ঠানে ক্রিস রককে চড় মারার কারণে আগেই ক্ষমা চেয়েছিলেন হলিউড অভিনেতা উইল স্মিথ। এ ঘটনার জেরে শুক্রবার একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস থেকে পদত্যাগ করেছেন এই অভিনেতা। পাশাপাশি তিনি জানান, শাস্তি প্রসঙ্গে কর্তৃপক্ষের যেকোনো সিদ্ধান্ত মেনে নেবেন তিনি।

গত শুক্রবার একটি বিবৃতিতে উইল স্মিথ বলেন, ‘৯৪তম অস্কার একাডেমি পুরস্কার অনুষ্ঠানে আমার আচরণ ছিল মর্মান্তিক, বেদনাদায়ক ও অমার্জনীয়। যাঁদের আমি আহত করেছি, তাঁদের তালিকা অনেক লম্বা। যাঁদের মধ্যে আছেন ক্রিস, তাঁর পরিবার, আমাদের অনেক বন্ধু ও ভালোবাসার মানুষ, অনুষ্ঠানে অংশ নেওয়া প্রতিটি মানুষ এবং বিশ্বের অসংখ্য দর্শক। অন্যান্য যাঁরা নিজেদের অসাধারণ কাজের জন্য মনোনীত হয়েছেন এবং বিজয়ী হয়েছেন, তাঁদের আনন্দ করার সুযোগ থেকে বঞ্চিত করেছি।’ বিবৃতিতে তিনি আরও বলেন, ‘আমি অত্যন্ত দুঃখিত। আমি চাই, একাডেমি নিজের মতো করে এগিয়ে যাক। চলচ্চিত্রজগৎ আরও সমৃদ্ধ হোক। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ভবিষ্যতে এমন হিংসাত্মক কাজ থেকে নিজেকে দূরে রাখব।’

একাডেমির প্রেসিডেন্ট ডেভিড রুবিন বলেন, ‘স্মিথের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। আমাদের পরের বোর্ড সভা ১৮ এপ্রিল। তার আগে আমরা একাডেমির আচরণের শৃঙ্খলাভঙ্গের জন্য স্মিথের বিরুদ্ধে যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া শুরু করেছি, তা অব্যাহত থাকবে।’

যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ফোর্বস জানিয়েছে, উইল স্মিথ পদত্যাগ করলেও উইল স্মিথের প্রাপ্ত পুরস্কার তাঁর কাছে থাকবে। তিনি ভবিষ্যতে পুরস্কারের জন্য মনোনয়ন পাবেন, অনুষ্ঠানে আমন্ত্রণও পেতে পারেন। কিন্তু অস্কারের কোনো আয়োজনে ভোট দিতে পারবেন না।

গত রোববার রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অস্কার পুরস্কার দেওয়ার সময় উপস্থাপক ক্রিস রককে কষে চড় দেন অভিনেতা উইল স্মিথ। স্মিথের স্ত্রী জেডা পিঙ্কেট স্মিথের ন্যাড়া মাথা নিয়ে ঠাট্টা করেছিলেন রক। অ্যালোপেসিয়া রোগে পিঙ্কেটের চুল ঝরে যায়। বিষয়টি মেনে নিতে পারেননি স্মিথ। তবে চড় মারার পরে দুঃখ প্রকাশ করেছেন এই অভিনেতা।

বোস্টনে একটি স্ট্যান্ড-আপ কমেডি অনুষ্ঠানে ক্রিস রক বলেছেন, তাঁকে চড় দেওয়ার জন্য উইল স্মিথের বিরুদ্ধে মামলা করবেন না তিনি। তবে সেদিন যা ঘটেছে, তার মধ্য থেকে এখনো বের হতে পারেননি ক্রিস রক।

উইল স্মিথের স্ত্রী জেডা পিঙ্কেট স্মিথকে নিয়ে এবারই প্রথম কৌতুক করেননি ক্রিস। এর আগেও ২০১৬ সালের অস্কারের মঞ্চে স্মিথ দম্পতি অনুপস্থিত ছিলেন। তখনো রক তাঁদের নিয়ে কৌতুক করেন। ওই কমেডিয়ান বলেছিলেন, ‘জেডা পাগল হয়ে গেছে। কারণ, তাঁর স্বামী উইল কনকাশন–এর জন্য মনোনয়ন পাননি।’


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন