ওই ব্যক্তির নাম জানালেন ইমরান খান
গত মাসে পাওয়া হুমকি সম্পর্কে বেশ কিছু নতুন তথ্য জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। রোববার দলের নেতাদের তিনি এসব তথ্য জানান। খবর ডনের।
পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভী পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর পিটিআইয়ের বেশ কিছু নেতা প্রধানমন্ত্রী ইমরান খানের কার্যালয়ে যান এবং তার ‘বিস্ময়কর পদক্ষেপের সাফল্যের’ জন্য অভিনন্দন জানান।
এ সময় প্রধানমন্ত্রী তাদের বলেছেন, যখনই অনাস্থা প্রস্তাবে একটি বিদেশি শক্তির ইন্ধন থাকার বিষয়ে জাতীয় নিরাপত্তা পরিষদ (এনএসসি) নিন্দা জানিয়েছিল তখনই বিষয়টি ‘অপ্রাসঙ্গিক’ হয়ে গেছে।
ইমরান খান জানান, পাকিস্তানের রাষ্ট্রদূতের মাধ্যমে হুমকি বার্তা পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র।
প্রধানমন্ত্রী ইমরান খানকে উদ্ধৃত করে বলা হয়, তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সে দেশে পাকিস্তানের রাষ্ট্রদূত আসাদ মাজেদের সঙ্গে একটি বৈঠকে মিলিত হয়েছেন বলে জানা গেছে। এ সময় রাষ্ট্রদূতকে হুমকি দিয়ে বলা হয়, পার্লামেন্টে বিরোধীদের অনাস্থা ভোটের পরও যদি ইমরান খানের গদি রক্ষা পায় তবে এর প্রভাব থেকে যেতে পারে।
অনাস্থা প্রস্তাব খারিজ করে দেওয়ার যে সিদ্ধান্ত ডেপুটি স্পিকার দিয়েছেন তাতে বিরোধীরা ‘হতভম্ব’ হয়ে গেছে বলে তাদের জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
তারা জানান, আসলে, কী ঘটেছে বিরোধীরা তা বুঝতেই পারছেন না। তিনি যদি একদিন আগে এ বিস্ময়কর পদক্ষেপ নেওয়ার বিষয়ে তাদের (বিরোধীদের) বলতেন, তবে তারা হয়তো এতটা হতভম্ব হতো না।
রোববার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রস্তাব বিবেচনায় নিয়ে দেশটির প্রেসিডেন্ট পার্লামেন্ট ভেঙে দেন। সে অনুযায়ী, দেশটিতে আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।
এর আগে ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের অনাস্থা প্রস্তাব খারিজ করে দিয়েছেন দেশটির জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি।
এমইউআর