ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • আপনাদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই আমার রাজনীতির উদ্দেশ্য: হেলাল স্কুলে ভর্তির আবেদন শুরু কাল, জেনে নিন নতুন নিয়ম ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট অধ্যাদেশ: আইন উপদেষ্টা ভারত থেকে শেখ হাসিনা-কামালকে ফেরাতে হেগের আদালতে যাবে সরকার গৌরনদীতে যাত্রীসহ খাদে বাস, আহত ১৩ নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার : প্রধান উপদেষ্টা ২১০০ সালের মধ্যে তাপমাত্রা বাড়তে পারে সাড়ে ৪ ডিগ্রি সেলসিয়াস দুদকের মামলায় ইসলামি ব্যাংকের সাবেক চেয়ারম্যান কারাগারে গ্রহণযোগ্য নির্বাচনের নিশ্চয়তা চায় দলগুলো, বাস্তব পদক্ষেপ নেওয়ার দাবি
  • মন্ত্রিসভার পর শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক প্রধানেরও পদত্যাগ

    মন্ত্রিসভার পর শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক প্রধানেরও পদত্যাগ
    গভর্নর অজিথ নিভারদ কাবরাল (ফাইল ছবি)
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ক্রমবর্ধমান সংকটের মধ্যেই পদত্যাগপত্র জমা দিয়েছেন শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অজিথ নিভারদ কাবরাল। এক টুইট বার্তায় তিনি বলেন, দেশটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মুখোমুখি হওয়ায় গভর্নর হিসেবে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

    গত বছরের ১৬ নভেম্বর তিনি শ্রীলঙ্কার ১৬তম গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তার আগে অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকারের ব্যর্থতার জেরে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ছাড়া মন্ত্রিসভার ২৬ সদস্যই তাদের পদত্যাগপত্র জমা দেন।


    এদিকে দেশজুড়ে অর্থনৈতিক অচলাবস্থা সৃষ্টিতে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টকে অবলিম্বে পদত্যাগের দাবি জানিয়ে আসছেন সাধারণ মানুষ। গত কয়েকদিন ধরে রাজপথে নেমে সরকারবিরোধী স্লোগান দিতে দেখা যাচ্ছে বিক্ষুব্ধ জনতাকে। বৈদেশিক মুদ্রা সংকট এবং আমদানির জন্য অর্থের ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে শ্রীলঙ্কায়। দিনের অর্ধেক বা তারও বেশি সময় চলছে লোডশেডিং, খাবার, ওষুধ এবং জ্বালানি সংকটে মানুষের ক্ষোভ নতুন উচ্চতায় পৌঁছেছে। ১৯৪৮ সালে স্বাধীনতা লাভের আগে শ্রীলঙ্কার এমন পরিস্থিতি দেখা যায়নি।   


     

    সূত্র: বিবিসি


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ