ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • আপনাদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই আমার রাজনীতির উদ্দেশ্য: হেলাল স্কুলে ভর্তির আবেদন শুরু কাল, জেনে নিন নতুন নিয়ম ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট অধ্যাদেশ: আইন উপদেষ্টা ভারত থেকে শেখ হাসিনা-কামালকে ফেরাতে হেগের আদালতে যাবে সরকার গৌরনদীতে যাত্রীসহ খাদে বাস, আহত ১৩ নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার : প্রধান উপদেষ্টা ২১০০ সালের মধ্যে তাপমাত্রা বাড়তে পারে সাড়ে ৪ ডিগ্রি সেলসিয়াস দুদকের মামলায় ইসলামি ব্যাংকের সাবেক চেয়ারম্যান কারাগারে গ্রহণযোগ্য নির্বাচনের নিশ্চয়তা চায় দলগুলো, বাস্তব পদক্ষেপ নেওয়ার দাবি
  • এক নজরে পুতিনের দুই মেয়ে

    এক নজরে পুতিনের দুই মেয়ে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিয়ে করেছিলেন লুদমিলা আলেকসান্দ্রোভনা ওচেরেটনায়াকে। দীর্ঘ প্রায় ৩০ বছর এক ছাদের নিচে ছিলেন তারা। অবশেষে ২০১৪ সালে তাদের বিচ্ছেদ হয়। অনেক ধরেই গুঞ্জন চলছিল তাদের বিচ্ছেদের। যদিও পুতিন-লুদমিলা আলাদা হওয়ার ঘোষণা দিয়েছিলেন ২০১৩ সালের জুনে।  ২০১৪ সালের এপ্রিলের শুরুতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয় তাদের বিচ্ছেদের বিষয়ে।

    এই স্ত্রীর ঘরে পুতিনের রয়েছে দুই মেয়ে। তারা হলেন- মারিয়া ভোরনসোভা ও ক্যাটেরিনা তিখোনোভা।

    মারিয়া ভোরনসোভা

    পুতিনের বড় মেয়ের নাম মারিয়া ভোরনসোভা। তার জন্ম ১৯৮৫ সালের ২৮ এপ্রিল, রাশিয়ার লেনিনগ্রাদে, যা বর্তমানে সেন্ট পিটার্সবার্গ নামে পরিচিত।

    মারিয়া ভোরনসোভা, মারিয়া ভ্লাদিমিরোভনা পুতিনা ও মারিয়া ফাসেন নামেও পরিচিত।

    মারিয়া ভোরনসোভা সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটিতে জীববিজ্ঞানও মেডিসিন নিয়ে পড়াশোনা করেন। এরপর ২০১১ সালে মস্কো স্টেট ইউনিভার্সিটি থেকে স্নাতক হন। তিনি মস্কোর এন্ডোক্রিনোলজি রিসার্চ সেন্টার থেকে পিএইচডি অর্জন করেন।

    তিনি পেডিয়াট্রিক গ্রোথ ডিসঅর্ডারে বিশেষজ্ঞ। এছাড়াও সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী তিনি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে পুতিনের উপদেষ্টা হিসেবে কাজ করেন।

    ২০১৫ সালে তিনি ডাচ ব্যবসায়ী জরিট ফাসেনকে বিয়ে করেন। এখনও তারা মস্কোতে একসঙ্গেই বসবাস করছেন বলে জানা গেছে।

    ক্যাটেরিনা তিখোনোভা

    ক্যাটেরিনা তিখোনোভা হলেন পুতিনের দ্বিতীয় মেয়ে। তার জন্ম ১৯৮৬ সালের ৩১ আগস্ট। তিনি ইয়েকাতেরিনা ভ্লাদিমিরোভনা পুতিনা নামেও পরিচিত।

    ক্যাটেরিনা তিখোনোভাও সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। সেখানে তিনি এশিয়ান স্টাডিজ নিয়ে জাপানের ইতিহাস অধ্যয়ন করেছেন। এরপর তিনি জাপানে স্পেশালাইজেশন নিয়ে মস্কো স্টেট ইউনিভার্সিটি থেকে স্নাতক হন। এছাড়াও তিনি পদার্থবিদ্যা এবং গণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

    ২০২০ সালে ক্যাটেরিনা তিখোনোভাকে মস্কো স্টেট ইউনিভার্সিটির নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা ইনস্টিটিউটের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি বেশ কয়েক বছর ধরে ওই বিশ্ববিদ্যালয়ে একটি সিনিয়র পদে অধিষ্ঠিত ছিলেন এবং বিভিন্ন ধরনের পাবলিক-ফান্ডেড প্রকল্প পরিচালনা করছিলেন।

    তিখোনোভা অ্যাক্রোবেটিক রক‘অন’রোলের জগতেও সুপরিচিত, এটি হচ্ছে একটি অলিম্পিক খেলা, যা অংশগ্রহণকারী অ্যাথলেট বা গ্রুপগুলোকে অ্যাথলেটিক ও অ্যাক্রোবেটিক নৃত্যের রুটিন সম্পাদনে কাজ করে। ২০১৪ সালে অনুষ্ঠিত অলিম্পিকের রাশিয়ান চ্যাম্পিয়নশিপে এই ক্যাটাগরিতে  তিনি ও তার সহযোগী ইভান ক্লিমভ দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন।

    তিখোনোভা ২০১৩ সালে কিরিল শামালভকে বিয়ে করেন, যিনি রসিয়া ব্যাংকের সহ-মালিক নিকোলে শামালভের ছেলে। তবে ২০১৮ সালে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় যে, তারা দুজন আলাদা হয়ে গেছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ