বরোদিয়ানকার অবস্থা বুচার চেয়েও ভয়ংকর

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বরোদিয়ানকায় যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে তা বুচা শহরের চেয়ে বেশি ভয়ংকর। বৃহস্পতিবার রাতে ফেসবুক লাইভে তিনি এ কথা বলেন।
কিয়েভ থেকে জেলেনস্কি বলেন, বরোদিয়ানকায় ধ্বংসাবশেষ পরিষ্কারের কাজ শুরু হয়েছে। এটি আরও ভয়ংকর। এখানকার মানুষ রুশ সেনাদের দ্বারা আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুটি শহরই কিয়েভের শহরতলি। কিয়েভ দখলের লক্ষ্যে আসা রুশ সেনাদের সঙ্গে যেখানে ভয়াবহ লড়াই হয়েছে।
ইউক্রেনের প্রসিকিউটির জেনারেল জানিয়েছেন, কিয়েভের উত্তর-পশ্চিমে অবস্থিত বরোদিয়ানকা শহরের দুটি ভবনের ধ্বংসাবশেষ থেকে ছাব্বিশটি মরদেহ উদ্ধার করা হয়েছে।
ইরিনা ভেনেডিকটোভা অব্যাবহতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার অভিযোগ করেছেন মস্কোর বিরুদ্ধে।
তিনি বলেন, এখানে কোনো সামরিক অবস্থান নেই। রাশিয়ার সেনারা বেসামরিক এলাকার অবকাঠামোতে সন্ধ্যায় হামলা চালাত। যখন বেশি মানুষ ঘরে থাকে স্বাভাবিকভাবে।
ভেনেডিকটোভা দাবি করেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের ‘সব ধরনের তথ্য রয়েছে’।
ইউক্রেনের লুহানস্ক ও দোনেৎস্ক অঞ্চলকে স্বাধীন ঘোষণা করে ২৪ ফেব্রুয়ারি দোনবাস অঞ্চলে বিশেষ সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুরু হওয়া আগ্রাসন ৪৪ দিনে গড়িয়েছে। রুশ হামলার মুখে ইউক্রেন থেকে পালিয়েছেন লাখ লাখ মানুষ।
এমইউআর