ইন্দুরকানীতে দুই ছেলেকে হারিয়ে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে পিতা

পিরোজপুরের ইন্দুরকানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত হাসান দুয়ারীরর মৃত্যুর পর তার বড় ভাই মিজানুর রহমান দুয়ারীও শুক্রবার মারা যায়। পরিবারে কর্মক্ষম আর কেউ না থাকায় চলছে শোকের মাতাম।
শুক্রবার বিকালে উপজেলার টগড়া গ্রামের দুয়ারী বাড়ীতে দুই পুত্র হারিয়ে শোকে বাকরুদ্র পিতা আবুল দুয়ারীকে ফুফিয়ে ফুফিয়ে কাদতে দেখা গেছে। তিনি বলেন, আমার পোলারে ফিরাইয়া দে। আমি কি লইয়া বাঁচমু।
এদিকে মিজান দুয়ারীর লাশ ঢাকা থেকে ফিরছে গ্রামের বাড়ীতে। অপেক্ষায় আছেন স্বজন ও এলাকাবাসী, রাতেই জানাজা শেষে দাপন সম্পন্ন করবে বলে জানা গেছে।
শুক্রবার সকালে মিজান দুয়ারী (৩০) ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে তার ছোট ভাই আহত হাসান দুয়ারী তার শ্যালক শাকিল মোল্লা ও মার যায়। মৃত হাসান দুয়ারী ও মিজান দুয়ারী দুই ভাই ইন্দুুরকানী উপজেলার টগড়া গ্রামের আবুল দুয়ারীর ছেলে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান শাওণ তালুকদার জানান, সিলেন্ডার বিস্ফোরণে আহত সহদর দুই ভাই মারা যাওয়ায় ওই পরিবারের দেখার আর কেহ রইল না। এলাকাজুড়ে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। আমরা তার পরিবারের পাশে থাকব এবং সহায়তা করব।দেু ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে পিতা
পিরোজপুরের ইন্দুরকানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত হাসান দুয়ারীরর মৃত্যুর পর তার বড় ভাই মিজানুর রহমান দুয়ারীও শুক্রবার মারা যায়। পরিবারে কর্মক্ষম আর কেউ না থাকায় চলছে শোকের মাতাম।
শুক্রবার বিকালে উপজেলার টগড়া গ্রামের দুয়ারী বাড়ীতে দুই পুত্র হারিয়ে শোকে বাকরুদ্র পিতা আবুল দুয়ারীকে ফুফিয়ে ফুফিয়ে কাদতে দেখা গেছে। তিনি বলেন, আমার পোলারে ফিরাইয়া দে। আমি কি লইয়া বাঁচমু।
এদিকে মিজান দুয়ারীর লাশ ঢাকা থেকে ফিরছে গ্রামের বাড়ীতে। অপেক্ষায় আছেন স্বজন ও এলাকাবাসী, রাতেই জানাজা শেষে দাপন সম্পন্ন করবে বলে জানা গেছে।
শুক্রবার সকালে মিজান দুয়ারী (৩০) ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে তার ছোট ভাই আহত হাসান দুয়ারী তার শ্যালক শাকিল মোল্লা ও মার যায়। মৃত হাসান দুয়ারী ও মিজান দুয়ারী দুই ভাই ইন্দুুরকানী উপজেলার টগড়া গ্রামের আবুল দুয়ারীর ছেলে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান শাওণ তালুকদার জানান, সিলেন্ডার বিস্ফোরণে আহত সহদর দুই ভাই মারা যাওয়ায় ওই পরিবারের দেখার আর কেহ রইল না। এলাকাজুড়ে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। আমরা তার পরিবারের পাশে থাকব এবং সহায়তা করব।
এমইউআর