পাকিস্তান পার্লামেন্টের স্পিকারের পদত্যাগ
পাকিস্তানের পার্লামেন্টের (জাতীয় পরিষদ) স্পিকার আসাদ কাইসার তার পদ থেকে পদত্যাগ করেছেন। শনিবার রাতে তিনি পদত্যাগ করেন। এ সময় আসাদ কাইসার বলেন, প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করতে তিনি বিদেশি ষড়যন্ত্রের অংশ হবেন না।
পদত্যাগ ঘোষণার আগে তিনি বলেন, মন্ত্রিপরিষদ থেকে তিনি ‘গুরুত্বপূর্ণ নথি’ পেয়েছেন। পরে তিনি নথিটি বিরোধী দলের নেতা এবং পাকিস্তানের প্রধান বিচারপতিকে দেখার আমন্ত্রণ জানান।
আসাদ কাইসার বলেন, আমাদের আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের পক্ষে আমাদের দাঁড়ানো প্রয়োজন। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে স্পিকার পদে আমি থাকতে পারবো না। পদত্যাগ করবো।
তিনি বলেন, এটা জাতীয় দায়িত্ব এবং এটা সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত। আমি প্যানেল চেয়ারম্যান আয়াজ সাদিককে এই সেশন পরিচালনার জন্য বলবো।
প্রসঙ্গত, গত ৩ এপ্রিল প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের অনাস্থা প্রস্তাব খারিজ করে দেয় পাকিস্তানের জাতীয় পরিষদ। অনাস্থা প্রস্তাবটি সংবিধানের পঞ্চম অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক বলে উল্লেখ করা হয়েছিল। পাকিস্তানের জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি এই অনাস্থা প্রস্তাব খারিজ করেন। বিরোধী দলগুলো স্পিকার আসাদ কাইসারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দাখিল করায় ডেপুটি স্পিকার সেদিন অধিবেশনে সভাপতিত্ব করেন।
এমইউআর