ইশরাক হোসেনের জামিন শুনানি ১১ মে

রাজধানীর মতিঝিল থানার নাশকতার এক মামলায় কারাগারে থাকা বিএনপি নেতা ইশরাক হোসেনের জামিন আবেদনের শুনানির জন্য আগামী ১১ মে দিন ধার্য করেছেন আদালত।
রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এ দিন নির্ধারন করেন। ইশরাকের আইনজীবী নুরুজ্জামান তপন বিষয়টি জানিয়েছেন।
বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপকমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে। গত ৬ এপ্রিল শ্রমিক দলের নেতাকর্মীদের সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে মতিঝিল শাপলা চত্বরে লিফলেট বিতরণ করার সময় তাকে আটক করে পুলিশ। পরে নাশকতার অভিযোগে মতিঝিল থানায় পূর্বের করা এক মামলায় আদালতে হাজির করা হলে ঢাকার আদালত তাকে কারাগারে পাঠান।
এসএম
