ইউক্রেনজুড়ে রাতভর ক্ষেপণাস্ত্র হামলা
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন গড়াল ৪৭ দিনে। এর মধ্যে ইউক্রেনজুড়ে রাতভর ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে মস্কো। রোববার এক বিবৃতিতে এ তথ্য জানায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, শনিবার রাতে ইউক্রেনের ৮৬টি সামরিক ইউনিটের ওপর হামলা চালানো হয়েছে। এ সামরিক ইউনিটগুলো ছিল দিনিপ্রো, মাইকোলাইভ ও খারকিভে অবস্থিত।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ ইউক্রেনের ক্ষয়ক্ষতির একটি তালিকা দিয়েছেন। এতে বলা হয়, হামলায় দুটি নিয়ন্ত্রণ চৌকি, দুটি অস্ত্রের গুদাম, তিনটি কম্বুশন গুদাম, ৪৯টি সামরিক সরঞ্জাম ও সাপোর্ট পয়েন্ট ধ্বংস করা হয়েছে। রাশিয়া ইউক্রেনের আটটি ড্রোন ভূপাতিত করেছে।
ইউক্রেনের লুহানস্ক ও দোনেৎস্ক অঞ্চলকে স্বাধীন ঘোষণা করে ২৪ ফেব্রুয়ারি দোনবাস অঞ্চলে বিশেষ সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ হামলার মুখে ইউক্রেন থেকে পালিয়েছেন লাখ লাখ মানুষ।
এর মধ্যে সম্প্রতি মস্কো তার লক্ষ্য পরিবর্তন করে পূর্বাঞ্চলকে গুরুত্ব দেওয়া হবে বলে জানায়। এর পর থেকে ইউক্রেনের পূর্বাঞ্চলের হামলার মাত্রা বাড়িয়েছে রাশিয়া।
এমইউআর