মাদকবিরোধী অভিযানে আটক ৫০


রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৫০ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল ছয়টা থেকে বুধবার (১৩ এপ্রিল) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপি জানিয়েছে, আটকের সময় আসামিদের কাছ থেকে ৭৬৩ পিস ইয়াবা, ১২৫ কেজি ৭০ গ্রাম ৪০ পুরিয়া গাঁজা, ২৫ পুরিয়া হেরোইন ও ৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১ টি মামলা দায়ের করা হয়েছে।
এমইউআর
