ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • আপনাদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই আমার রাজনীতির উদ্দেশ্য: হেলাল স্কুলে ভর্তির আবেদন শুরু কাল, জেনে নিন নতুন নিয়ম ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট অধ্যাদেশ: আইন উপদেষ্টা ভারত থেকে শেখ হাসিনা-কামালকে ফেরাতে হেগের আদালতে যাবে সরকার গৌরনদীতে যাত্রীসহ খাদে বাস, আহত ১৩ নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার : প্রধান উপদেষ্টা ২১০০ সালের মধ্যে তাপমাত্রা বাড়তে পারে সাড়ে ৪ ডিগ্রি সেলসিয়াস দুদকের মামলায় ইসলামি ব্যাংকের সাবেক চেয়ারম্যান কারাগারে গ্রহণযোগ্য নির্বাচনের নিশ্চয়তা চায় দলগুলো, বাস্তব পদক্ষেপ নেওয়ার দাবি
  • রাশিয়ার যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইউক্রেনের

    রাশিয়ার যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইউক্রেনের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাশিয়ার মস্কোভা যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। এতে জাহাজটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

    অপরদিকে রাশিয়া বৃহস্পতিবার জানায়, ব্ল্যাক সি ফ্লিটের একটি যুদ্ধজাহাজ বিস্ফোরণের কারণে গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় সেখান থেকে ক্রুদের দ্রুত সরিয়ে নেওয়া হয়।

    রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, মস্কোভা মিসাইল ক্রুজারে গোলাবারুদ বিস্ফোরণের কারণে আগুন ধরে যায়।

    ইউক্রেন এ হামলার দায় স্বীকার করেছে। দেশটি বলছে, তাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি নেপচুন ক্ষেপণাস্ত্র দ্বারা এ হামলা চালানো হয়।

    ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা অলেক্সি আরেস্টোভিখ বলেন, রাশিয়ার উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে যেতে পারছিল না। যেখানে ৫১০ জনের মতো ক্রু থাকতে পারে।

    ওডেসার আঞ্চলিক গভর্নর ম্যাক্সিম মার্চেনকো টেলিগ্রামে জানিয়েছেন, মস্কোভা ইউক্রেনে নির্মিত দুটি নেপচুন অ্যান্টি শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে।

    তিনি বলেন, কৃষ্ণ সাগরের নিরাপত্তা দেওয়া নেপচুন ক্ষেপণাস্ত্র ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে।

    রয়টার্স ইউক্রেনের দাবির সত্যতা নিশ্চিত হতে পারেনি।

    ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে গুরুতর ক্ষতিগ্রস্ত হওয়া দ্বিতীয় গুরুত্বপূর্ণ যুদ্ধজাহাজ মস্কোভা। এর আগে গত মাসে ইউক্রেন জানিয়েছিল, তারা আজভ সাগরে ‘ওরস্ক’ নামের একটি অবতরণ জাহাজ ধ্বংস করেছে।

    মস্কোভা মিসাইল ক্রুজারটি ১৯৮০ সালের দিকে নির্মাণ করা হয়। এটি আসলে তৈরি হয়েছে ইউক্রেনের মাইকোলাইভে। ১৮৬ মিটার লম্বা এ যুদ্ধজাহাজটি সোভেয়িত নেভির প্রজেক্ট ১১৬৪ অটলান্ট ক্লাসের গুরুপূর্ণ জাহাজ ছিল। প্রথমে এর নাম ছিল স্লাভা। পরে এর নাম বদলে করা হয় মস্কোভা। যুদ্ধজাহাজটির প্রধান অস্ত্র হচ্ছে পি-১০০০ ভলকান অ্যান্টি-শিপ মিসাইল।

    যুদ্ধজাহাজটি ২০০০ সালে ব্ল্যাক সি ফ্লিটের ফ্ল্যাগশিপ হিসেবে কার্যক্রম শুরু করে। এটি সিরিয়ায় রাশিয়ার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ