ঢাকা বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • আপনাদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই আমার রাজনীতির উদ্দেশ্য: হেলাল স্কুলে ভর্তির আবেদন শুরু কাল, জেনে নিন নতুন নিয়ম ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট অধ্যাদেশ: আইন উপদেষ্টা ভারত থেকে শেখ হাসিনা-কামালকে ফেরাতে হেগের আদালতে যাবে সরকার গৌরনদীতে যাত্রীসহ খাদে বাস, আহত ১৩ নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার : প্রধান উপদেষ্টা ২১০০ সালের মধ্যে তাপমাত্রা বাড়তে পারে সাড়ে ৪ ডিগ্রি সেলসিয়াস দুদকের মামলায় ইসলামি ব্যাংকের সাবেক চেয়ারম্যান কারাগারে গ্রহণযোগ্য নির্বাচনের নিশ্চয়তা চায় দলগুলো, বাস্তব পদক্ষেপ নেওয়ার দাবি
  • চাঁপাইনবাবগঞ্জে ১০ মিনিটের শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষক 

    চাঁপাইনবাবগঞ্জে ১০ মিনিটের শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষক 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাসহ সদর উপজেলার ১০ ইউনিয়নে শিলাবৃষ্টি হওয়ায় ৩ হাজার ৬১৫ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ শিলাবৃষ্টিতে বোরো ধান, আম, শাকসবজি, ভূট্টাসহ লিচুর ফলনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২ হাজার ১২০ জন কৃষকের ৫২৫ হেক্টর জমির বোরো ধান, ৮৮৫ জন কৃষকের ২৯৫ হেক্টর জমিতে চাষ হওয়া আমের ফলন, ৬০০ কৃষকের ৭৫ হেক্টর জমির শাকসবজি, ২৫ জন কৃষকের ৫ হেক্টর ভূট্টার জমি, ও পাঁচজন কৃষকের ১ হেক্টর জমির লিচু শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

    সূত্র আরো জানায়, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, সদরের মহারাজপুর, রানিহাটি, বারঘোরিয়া, শাহজাহানপুর, চরবাগডাঙ্গা, সুন্দরপুর, দেবিনগর, ঝিলিম, ইসলামপুর ও বালিয়াডাঙ্গায় রোববার (১৭ এপ্রিল) শিলাবৃষ্টি হয়েছে।

    চাঁপাইনবাবগঞ্জ সদরের দেবিনগরের আমচাষি মুনিরুল ইসলাম বলেন, ‘রোববার ইফতারের পরপরই ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়। এর অল্প কিছুক্ষণ পর ১০-১২ মিনিট ধরে শিলাবৃষ্টিও হয়। এ শিলায় ছোট আমের গুটির ব্যাপক ক্ষতি হয়েছে। এর মধ্যে অনেক গুটি আম ঝরে পড়েছে। অনেক আম দাগ পড়ে নষ্ট হয়ে গেছে।’

    সদরের গোবরাতলা ইউনিয়নের আমচাষি শহিদুল্লাহ জানান, ‘গত কয়েকদিন ধরে চলা তীব্র দাবদাহে আমের গুটি ঝড়ে যাচ্ছিল। ফলে বৃষ্টির খুবই দরকার ছিল। রাতের বৃষ্টি আমের গুটির জন্য খুবই উপযোগী। কিন্তু শিলাবৃষ্টি হওয়ায় আমের অনেক ক্ষতি হয়েছে। অনেক আম ঝরে গেছে। এছাড়াও যেসব এলাকায় শিলাবৃষ্টি হয়েছে ওই সব এলাকায় ধান, ভুট্টারও ক্ষতি হয়েছে।‘

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা কানিজ তাসনুভা বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলায় ৩ হাজার ৬১৫ জন কৃষকের ৯০১ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এ উপজেলায় ১২ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।’

    চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘জেলা সদরে ১২মিলি মিটার, শিবগঞ্জ উপজেলায় ২০ মিলি মিটার, ও নাচোল উপজেলায় ৫ মিলি মিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।  তবে গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় বৃষ্টি বা শিলাবৃষ্টি হয়নি।‘

    তিনি আরো বলেন, ‘শিলায় আমের পাশাপাশি ধানসহ শাকসবজির ক্ষতি হয়েছে। জেলায় মোট কতোজন কৃষকের কতটুক জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও তা নির্নয়ের চেষ্টা চলছে।’

    আঞ্চলিক উদ্যানতত্ব গবেষনা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা আবু সালেহ ইউসুফ বলেন, ‘এ বছর অফ ইয়ার হওয়ায় আমের ফলন কম। গতরাতে বৃষ্টির সঙ্গে শিলা পড়ায় আমের ফলন আরো কমে যাওয়ার আশঙ্কা আছে।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ