ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • আপনাদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই আমার রাজনীতির উদ্দেশ্য: হেলাল স্কুলে ভর্তির আবেদন শুরু কাল, জেনে নিন নতুন নিয়ম ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট অধ্যাদেশ: আইন উপদেষ্টা ভারত থেকে শেখ হাসিনা-কামালকে ফেরাতে হেগের আদালতে যাবে সরকার গৌরনদীতে যাত্রীসহ খাদে বাস, আহত ১৩ নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার : প্রধান উপদেষ্টা ২১০০ সালের মধ্যে তাপমাত্রা বাড়তে পারে সাড়ে ৪ ডিগ্রি সেলসিয়াস দুদকের মামলায় ইসলামি ব্যাংকের সাবেক চেয়ারম্যান কারাগারে গ্রহণযোগ্য নির্বাচনের নিশ্চয়তা চায় দলগুলো, বাস্তব পদক্ষেপ নেওয়ার দাবি
  • ইমরান খানের প্রশ্নের জবাবে যা বললেন প্রধান বিচারপতি

     ইমরান খানের প্রশ্নের জবাবে যা বললেন প্রধান বিচারপতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কয়েকদিন আগে সমাবেশে জিজ্ঞেস করেছিলেন, কী এমন অপরাধ আমার যে মধ্যরাতে আদালত বসালেন?

    পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশের পর ৯ এপ্রিল পাকিস্তানের জাতীয় পরিষদে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ওপর ভোট হয়। 

    কিন্তু এই অনাস্থা ভোট আটকাতে সব চেষ্টা করেছিলেন ইমরান। 

    তিনি যখন বিভিন্ন পদক্ষেপ নিচ্ছিলেন তখন পাকিস্তানের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়াল মধ্যরাতে আদালত বসানোর নির্দেশ দিয়েছিলেন। 

    যদি ইমরান খান ও জাতীয় পরিষদের স্পিকার ওইদিন অনাস্থা ভোট আয়োজন না করতেন তাহলে তাদের ওপর ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন প্রধান বিচারপতি। 

    অবশেষে ইমরান খানের সেই প্রশ্নের জবাব দিয়েছেন প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়াল। 

    সোমবার আদালতে একটি শুনানিতে তিনি এ প্রশ্নের জবাব দেন। যদিও বিচারপতি ইমরান খানের নাম উচ্চারণ করেননি তিনি। 

    তবে ইমরান খানের করা প্রশ্নের জবাব ঠিকই দিয়েছেন ওমর আতা। 

    তাছাড়া কেন রাজনৈতিক বিষয়ে আদালত হস্তক্ষেপ করেছেন সে বিষয়টিও জানিয়েছেন পাকিস্তানের প্রধান বিচারপতি। 

    এ ব্যাপারে ওমর আতা বান্দিয়াল বলেন, সর্বোচ্চ আদালতকে সম্মান দেওয়া উচিত। আদালত তার সংবিধানের দায়িত্ব পূরণ করে। জাতীয় নেতাদের আদালতের নির্দেশ রক্ষা করা উচিত। 

    তিনি আরও বলেন, সংবিধান রক্ষা করার জন্য ও আমাদের কাজ করার জন্য আমাদের অভিশাপ দেওয়া হচ্ছে। 

    প্রধান বিচারপতি আরও বলেন, কেন সুপ্রিম কোর্ট  রাজনৈতিক বিষয়ের ওপর হস্তক্ষেপ করে? সংবিধান রক্ষা করা আমাদের দায়িত্ব। আমরা আমাদের দায়িত্ব পূরণ করব।

    ওমর আতা বান্দিয়াল আরও বলেন, আদালত ২৪ ঘণ্টাই কাজ করে। আদালতের কার্যক্রমের ওপর কারও আঙ্গুল তোলার প্রয়োজন নেই।

    সূত্র: দ্য ডন


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ