পাকিস্তানে মন্ত্রীদের শপথ পড়াতে চান না প্রেসিডেন্ট
পাকিস্তানের নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ নেওয়ার কথা ছিল সোমবার। কিন্তু প্রেসিডেন্ট আরিফ আলভি নতুন মন্ত্রীদের শপথ পড়াতে রাজি না হওয়ায় শপথগ্রহণের দিন পিছিয়ে দেওয়া হয়েছে।
খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট আরিফ আলভি মন্ত্রীদের শপথ পড়াতে পারবেন না জানানোর পর প্রেসিডেন্টের অনুপস্থিতিতে সিনেটের চেয়ারম্যান সাদিক সানজারানি নতুন মন্ত্রীদের শপথ পড়াবেন।
পাকিস্তানের সময় সোমবার দিবাগত রাত সাড়ে আটটায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ নেওয়ার কথা ছিল। কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয় প্রেসিডেন্টের কার্যালয়ে যোগাযোগ করার পর জানানো হয়, প্রেসিডেন্ট শপথ পড়াতে অপারগতার কথা জানিয়েছেন।
এমইউআর