ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • আপনাদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই আমার রাজনীতির উদ্দেশ্য: হেলাল স্কুলে ভর্তির আবেদন শুরু কাল, জেনে নিন নতুন নিয়ম ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট অধ্যাদেশ: আইন উপদেষ্টা ভারত থেকে শেখ হাসিনা-কামালকে ফেরাতে হেগের আদালতে যাবে সরকার গৌরনদীতে যাত্রীসহ খাদে বাস, আহত ১৩ নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার : প্রধান উপদেষ্টা ২১০০ সালের মধ্যে তাপমাত্রা বাড়তে পারে সাড়ে ৪ ডিগ্রি সেলসিয়াস দুদকের মামলায় ইসলামি ব্যাংকের সাবেক চেয়ারম্যান কারাগারে গ্রহণযোগ্য নির্বাচনের নিশ্চয়তা চায় দলগুলো, বাস্তব পদক্ষেপ নেওয়ার দাবি
  • কত হাজার রুশ সেনা দোনবাসে যুদ্ধ করতে এসেছে?

    কত হাজার রুশ সেনা দোনবাসে যুদ্ধ করতে এসেছে?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনের পুরো দোনবাস দখল করার লক্ষ্যে সেখানে হামলা শুরু করেছে রাশিয়া। 

    যুদ্ধ বিশ্লেষকরা বলছেন, দোনবাসে হয়ত রুশ বাহিনীর সঙ্গে কুলিয়ে ওঠতে পারবে না ইউক্রেন। 

    কারণ দোনবাসে বিপুল পরিমাণ শক্তি, রশদ, সৈন্য-সামন্ত নিয়ে এসেছে রাশিয়া। 

    এই সংখ্যাটা কত? কত বড় সৈন্যদল দোনবাস জয় করতে এসেছে? কতটা যুদ্ধাস্ত্র ও শক্তি নিয়ে এসেছে তারা?

    যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যম বিবিসি জানিয়েছে, পশ্চিম দিকে অর্থাৎ দোনবাসে রাশিয়ার ৭৬টি ট্যাকটিক্যাল ব্যাটালিয়ন অবস্থান করছে। এর মধ্যে ১১টি ব্যাটালিয়ন সম্প্রতি যোগ দিয়েছে। 

    ট্যাকটিক্যাল ব্যাটালিয়ন হলো রাশিয়ার উচ্চক্ষমতা সম্পন্ন সৈন্যদল। তারা কঠিন পরিস্থিতিতে যুদ্ধ করতে সক্ষম। 

    এই ৭৬টি ট্যাকটিক্যাল ব্যাটালিয়নের প্রত্যেকটিতে গড়ে ১ হাজার সেনা আছে। সঙ্গে প্রতিটি ব্যাটালিয়নের সঙ্গে আছে সামরিক সরঞ্জাম ও যুদ্ধাস্ত্র। 

    ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, দোনবাসে ৭০ হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া। 

    রাশিয়ার নিরাপত্তা বিশেষজ্ঞ ডক্টর আগলায়া স্নেকোভ জানিয়েছেন, মারিউপোলে রাশিয়ার আরও ২২টি সেনাদল অবস্থান করছে। যদি মারিউপোলের দখল পুরোপুরি রাশিয়ার হাতে চলে আসে তখন এই ২২টি সেনাদল দোনবাসে যোগ দেবে। 

    অন্যদিকে দোনবাসে ইউক্রেনের কতজন সেনা আছে? এমন প্রশ্নের জবাবে রাশিয়ার নিরাপত্তা বিশেষজ্ঞ ডক্টর আগলায়া স্নেকোভ জানিয়েছেন, ইউক্রেন এ বিষয়টি খোলাসা করে না। কারণ তাদের ধারণা এতে রাশিয়া সুবিধা পাবে। এমনকি পশ্চিমারাও এ বিষয়টি জানায় না। 

    তবে আগলায়া স্নেকোভ জানিয়েছেন, ইউক্রেনের অন্তত ১০টি ব্যাটালিয়ন দোনবাসে আছে। যারা আছে তারা যুদ্ধক্ষেত্রে বেশ পারদর্শী। 

    তবে আগালায়া স্নেকোভ জানিয়েছেন, ইউক্রেনের সেনাদের হাতে পর্যাপ্ত অস্ত্র ও গোলাবারুদ নেই। 

    তার মতে ইউক্রেনের সেনা আছে কিন্তু অস্ত্র নেই। অন্যদিকে রাশিয়ার বিপুল পরিমাণ আধুনিক অস্ত্র আছে কিন্তু সেনার সংখ্যা কম। 

    সূত্র: বিবিসি


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ