বিক্ষোভ করবে ৭ কলেজের শিক্ষার্থীরা
8.jpg)
ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে নিলক্ষেত মোড়ে বিক্ষোভ ও শান্তিপূর্ণ মানববন্ধন পালন করবে ৭ কলেজের শিক্ষার্থীরা। বুধবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন সাত কলেজ আন্দোলনের প্রধান সমন্বয়ক ইসমাইল সম্রাট।
দলমত নির্বিশেষে সব শিক্ষার্থীর উপস্থিতির অনুরোধ করেছেন তিনি। এর আগে দিনভর দফায় দফায় সংঘর্ষে ঢাকা কলেজের শতাধিক শিক্ষার্থী আহত হয়। মারা গেছেন কুরিয়ার সার্ভিসের এক কর্মী। সোমবার (১৮ এপ্রিল) রাতে নিউ মার্কেটে কেনাকাটার জেরে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। সেই সংঘর্ষ গড়ায় ২৪ ঘণ্টা।
জানা যায়, সোমবার মধ্যরাত থেকে নিউমার্কেট ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ১০ জন সাংবাদিকসহ অর্ধশতাধিক ছাত্র-ব্যবসায়ী আহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে বন্ধ করে দেওয়া হয়েছে ঢাকা কলেজ ও এর ছাত্রাবাসগুলো।
এমইউআর