ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • আপনাদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই আমার রাজনীতির উদ্দেশ্য: হেলাল স্কুলে ভর্তির আবেদন শুরু কাল, জেনে নিন নতুন নিয়ম ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট অধ্যাদেশ: আইন উপদেষ্টা ভারত থেকে শেখ হাসিনা-কামালকে ফেরাতে হেগের আদালতে যাবে সরকার গৌরনদীতে যাত্রীসহ খাদে বাস, আহত ১৩ নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার : প্রধান উপদেষ্টা ২১০০ সালের মধ্যে তাপমাত্রা বাড়তে পারে সাড়ে ৪ ডিগ্রি সেলসিয়াস দুদকের মামলায় ইসলামি ব্যাংকের সাবেক চেয়ারম্যান কারাগারে গ্রহণযোগ্য নির্বাচনের নিশ্চয়তা চায় দলগুলো, বাস্তব পদক্ষেপ নেওয়ার দাবি
  • সারাদেশে কালবৈশাখীতে ৪ জনের মৃত্যু

    সারাদেশে কালবৈশাখীতে ৪ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সারাদেশে বুধবার কালবৈশাখী ঝড়ে ৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রামের দুইজন এবং একজন করে কুমিল্লা ও লক্ষ্মীপুরের। ডেইলি বাংলাদেশ-এর জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য

    চট্টগ্রাম

    কালবৈশাখীর কারণে চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা থেকে ২০ জন যাত্রী নিয়ে ছেড়ে যাওয়া একটি স্পিডবোট সন্দ্বীপের কাছে ঝড়ের কবলে পড়ে উল্টে যায়। এ ঘটনায় এক কিশোরী গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় স্বর্ণদীপ হাসপাতালে নেয়া হলেও বাঁচানো যায়নি।

    বুধবার সকাল সাড়ে ৯টার দিকে স্পিডবোটটি সীতাকুণ্ডের কুমিরা ঘাট থেকে সন্দ্বীপ গুপ্তছড়া ঘাটের দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এদিকে ফটিকছড়ির কাঞ্চননগরে গাছচাপায় মারা গেছেন রিনা আক্তার নামে এক নারী।

    কুমিল্লা

    কুমিল্লায় কালবৈশাখী ঝড়ে সিএনজি অটোরিকশার উপরে গাছ পড়ে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন। বুধবার সকালে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার শলফা গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহত শিশুটি বাঙ্গরা থানা এলাকার খোশঘর গ্রামের নায়েব আলীর ছেলে। আহতরা হলেন, চালক সবুজ, যাত্রী নার্গিস আক্তার, ফাতেমা বেগম ও হাসান।

    জানা যায়, অটোরিকশায় করে রামচন্দ্রপুর থেকে শ্রীকাইল যাচ্ছিলেন পাঁচজন। শলফা এলাকায় ঝড়ের কারণে একটি গাছ তাদের অটোরিকশার উপরে পড়ে। এতে পাঁচজনই আহত হন। স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    লক্ষ্মীপুর

    লক্ষ্মীপুরের রায়পুরে ঝড়ো হাওয়ায় নারিকেল গাছের নিচে চাপা পড়ে রুহুল আমিন নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার সকালে ঐ উপজেলার কেরোয়া ইউনিয়নের মধ্য কেরোয়া গ্রামে এ ঘটনা ঘটে।

    মৃত রুহুল আমিন একই গ্রামের মাঝি বাড়ির শফি উল্লাহর ছেলে।

    রুহুল আমিনের ছেলে বিল্লাল হোসেন বলেন, আনুমানিক সকাল ৮টার দিকে রুহুল আমিন বাড়ি থেকে বের হয়ে দোকানে যান। হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হলে বাড়ি আসার পথে নারকেল গাছের নিচে চাপা পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
     
    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. ইসমত জেরিন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ঐ বৃদ্ধের মৃত্যু হয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ